ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সেরা দশ নিয়োগকর্তাকে সিএফএ সোসাইটির সম্মাননা

  • পোস্ট হয়েছে : ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • 7

বিজনেস আওয়ার প্রতিবেদক : সিএফএ সোসাইটি বাংলাদেশ প্রথম বারেরমত সম্মাননা অনুষ্ঠান আয়োজন করে দেশের শীর্ষ সিএফএ চার্টারহোল্ডার নিয়োগকর্তারদের জন্য। বাংলাদেশের সিএফএ চার্টারহোল্ডারদের জন্য শুধু ক্যারিয়ারের সুযোগই নয়, অসামান্য কর্মসংস্কৃতি প্রদানের জন্য শীর্ষ নিয়োগকর্তাদের প্রশংসা করার লক্ষ্যে ইভেন্টটির আয়োজন করা হয়।

গত বৃহস্পতিবার ঢাকার লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে সিএফএ সোসাইটি বাংলাদেশ তাদের কর্মীদের পেশাগত ক্যারিয়ার উন্নয়নে নিয়োগকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ সিএফএ চার্টারহোল্ডারদের শীর্ষ ১০ নিয়োগকর্তাদের পুরষ্কার প্রদান করেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন- বাংলাদেশ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এজ এএমসি, এইচএসবিসি বাংলাদেশ, আইডিএলসি ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি), শান্তা ক্যাপিটাল মার্কেট, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বিশ্বব্যাংক এবং ইউসিবি ব্যাংক।

সিএফএ সোসাইটি বাংলাদেশের সভাপতি মো. শাহীন ইকবাল সিএফএ শীর্ষ নিয়োগকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে দুটি প্যানেল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।‘ক্যাপিটাল মার্কেট: অ্যান অল্টারনেটিভ ওয়ে অব ফাইন্যান্সিং’ শীর্ষক প্রথম প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন এজএএমসির প্রতিষ্ঠাতা ও সিইও আলী ইমাম। আইএফসির ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউট গ্রুপের প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট অফিসার ও লিড এহসানুল আজিম, ভিআইপিবি এএমসির সিইও শহীদুল ইসলাম, আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিনের সাথে একটি উদ্দীপক আলোচনা সভা পরিচালনা করা হয়। বক্তারা বিকল্প অর্থায়নের মাধ্যম হিসাবে স্থানীয় পুঁজিবাজার সম্পর্কে তাদের অন্তর্দৃষ্টি সরবরাহ করেছিলেন।

‘ব্যাংকিং ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জস: এওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক দ্বিতীয় প্যানেল সেশনে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন এজ রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের কো-ফাউন্ডার আসিফ খান। প্যানেল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি) শাহরিয়ার সিদ্দিকী, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কর্পোরেট এনামুল হক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আরিফ কাদরী। বক্তারা বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাংকিং শিল্পকে সহায়তা করতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের আগে সিএফএ সোসাইটি বাংলাদেশ আয়োজিত প্রথম ক্যারিয়ার ফেয়ারও একই স্থানে অনুষ্ঠিত হয়। ব্যাংকিং ও বিনিয়োগ শিল্পের শীর্ষ স্থানীয় কর্পোরেটদের পাশাপাশি ফাইন্যান্স ইন্ডাস্ট্রির চাকরিপ্রার্থীদের কাছ থেকেও এই মেলা ব্যাপক সাড়া পেয়েছে। মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, ক্যাল বাংলাদেশ, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস, ঢাকা ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, লংকাবাংলা সিকিউরিটিজ, লাইটক্যাসল পার্টনার্স, এনডিবি ক্যাপিটাল, শান্তা সিকিউরিটিজ এবং ইউসিবি স্টক ব্রোকারেজ।

বিজনেস আওয়ার/২৬ আগস্ট, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সেরা দশ নিয়োগকর্তাকে সিএফএ সোসাইটির সম্মাননা

পোস্ট হয়েছে : ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : সিএফএ সোসাইটি বাংলাদেশ প্রথম বারেরমত সম্মাননা অনুষ্ঠান আয়োজন করে দেশের শীর্ষ সিএফএ চার্টারহোল্ডার নিয়োগকর্তারদের জন্য। বাংলাদেশের সিএফএ চার্টারহোল্ডারদের জন্য শুধু ক্যারিয়ারের সুযোগই নয়, অসামান্য কর্মসংস্কৃতি প্রদানের জন্য শীর্ষ নিয়োগকর্তাদের প্রশংসা করার লক্ষ্যে ইভেন্টটির আয়োজন করা হয়।

গত বৃহস্পতিবার ঢাকার লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে সিএফএ সোসাইটি বাংলাদেশ তাদের কর্মীদের পেশাগত ক্যারিয়ার উন্নয়নে নিয়োগকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ সিএফএ চার্টারহোল্ডারদের শীর্ষ ১০ নিয়োগকর্তাদের পুরষ্কার প্রদান করেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন- বাংলাদেশ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এজ এএমসি, এইচএসবিসি বাংলাদেশ, আইডিএলসি ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি), শান্তা ক্যাপিটাল মার্কেট, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বিশ্বব্যাংক এবং ইউসিবি ব্যাংক।

সিএফএ সোসাইটি বাংলাদেশের সভাপতি মো. শাহীন ইকবাল সিএফএ শীর্ষ নিয়োগকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে দুটি প্যানেল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।‘ক্যাপিটাল মার্কেট: অ্যান অল্টারনেটিভ ওয়ে অব ফাইন্যান্সিং’ শীর্ষক প্রথম প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন এজএএমসির প্রতিষ্ঠাতা ও সিইও আলী ইমাম। আইএফসির ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউট গ্রুপের প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট অফিসার ও লিড এহসানুল আজিম, ভিআইপিবি এএমসির সিইও শহীদুল ইসলাম, আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিনের সাথে একটি উদ্দীপক আলোচনা সভা পরিচালনা করা হয়। বক্তারা বিকল্প অর্থায়নের মাধ্যম হিসাবে স্থানীয় পুঁজিবাজার সম্পর্কে তাদের অন্তর্দৃষ্টি সরবরাহ করেছিলেন।

‘ব্যাংকিং ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জস: এওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক দ্বিতীয় প্যানেল সেশনে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন এজ রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের কো-ফাউন্ডার আসিফ খান। প্যানেল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি) শাহরিয়ার সিদ্দিকী, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কর্পোরেট এনামুল হক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আরিফ কাদরী। বক্তারা বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাংকিং শিল্পকে সহায়তা করতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের আগে সিএফএ সোসাইটি বাংলাদেশ আয়োজিত প্রথম ক্যারিয়ার ফেয়ারও একই স্থানে অনুষ্ঠিত হয়। ব্যাংকিং ও বিনিয়োগ শিল্পের শীর্ষ স্থানীয় কর্পোরেটদের পাশাপাশি ফাইন্যান্স ইন্ডাস্ট্রির চাকরিপ্রার্থীদের কাছ থেকেও এই মেলা ব্যাপক সাড়া পেয়েছে। মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, ক্যাল বাংলাদেশ, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস, ঢাকা ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, লংকাবাংলা সিকিউরিটিজ, লাইটক্যাসল পার্টনার্স, এনডিবি ক্যাপিটাল, শান্তা সিকিউরিটিজ এবং ইউসিবি স্টক ব্রোকারেজ।

বিজনেস আওয়ার/২৬ আগস্ট, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: