ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

শাহরুখের বাড়ির সামনে বিক্ষোভ, নিয়ন্ত্রণে পুলিশ

  • পোস্ট হয়েছে : ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • 6

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়ি মান্নাতের সামনে মাঝে মধ্যেই ভিড় জমান অভিনেতার ভক্তরা। প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য যেন অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন তার অনুরাগীরা।

তবে এবার ভিন্ন কারনে শাহরুখের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন এক সংগঠনের সদস্যরা। শুধু তাই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ডাকতে হয়েছে এই তারকাকে।

শনিবার (২৬ আগস্ট) শাহরুখের বাড়ি মান্নাতের সামনে বিক্ষোভ করেছে অনটাচ ইউথ ফাউন্ডেশনের সংগঠনের সদস্যরা। মূলত অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা প্ল্যাকার্ড হাতে জড়ো হন শাহরুখের বাড়ির বাইরে।

যদিও ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে অভিনেতা ও তার পরিবারের নিরাপত্তার স্বার্থে এ দিন দুপুরেই শাহরুখের বাড়ির সামনে মুম্বাই পুলিশের প্রহরা বসানো হয়। কারণ এ দিন মান্নাতের সামনে বেশ কয়েকজনকে প্রতিবাদ করতে দেখা যায়।

একটি বিবৃতি দিয়ে বিক্ষোভকারীরা বলেন, খ্যাতিমান সব তারকারা অনলাইন গেমিং অ্যাপের হয়ে প্রচার করছেন যা যুব সমাজকে বিভ্রান্ত করছে ও সমাজকে ভুল পথে চালিত করছে। এ কারণেই এই সংস্থা অভিনেতার বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন করছে তারা।

প্রসঙ্গত, বর্তমানে শাহরুখ এ২৩ গেমিং অ্যাপের মডেল। বিভিন্ন জায়গায় এই গেমের হয়ে প্রচারণাতেও দেখা গেছে তাকে। সেই কারণেই এই বিক্ষোভ প্রদর্শন তাদের।

সূত্র : আনন্দবাজার

বিজনেস আওয়ার/ ২৭ আগস্ট,২০২৩/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শাহরুখের বাড়ির সামনে বিক্ষোভ, নিয়ন্ত্রণে পুলিশ

পোস্ট হয়েছে : ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়ি মান্নাতের সামনে মাঝে মধ্যেই ভিড় জমান অভিনেতার ভক্তরা। প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য যেন অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন তার অনুরাগীরা।

তবে এবার ভিন্ন কারনে শাহরুখের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন এক সংগঠনের সদস্যরা। শুধু তাই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ডাকতে হয়েছে এই তারকাকে।

শনিবার (২৬ আগস্ট) শাহরুখের বাড়ি মান্নাতের সামনে বিক্ষোভ করেছে অনটাচ ইউথ ফাউন্ডেশনের সংগঠনের সদস্যরা। মূলত অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা প্ল্যাকার্ড হাতে জড়ো হন শাহরুখের বাড়ির বাইরে।

যদিও ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে অভিনেতা ও তার পরিবারের নিরাপত্তার স্বার্থে এ দিন দুপুরেই শাহরুখের বাড়ির সামনে মুম্বাই পুলিশের প্রহরা বসানো হয়। কারণ এ দিন মান্নাতের সামনে বেশ কয়েকজনকে প্রতিবাদ করতে দেখা যায়।

একটি বিবৃতি দিয়ে বিক্ষোভকারীরা বলেন, খ্যাতিমান সব তারকারা অনলাইন গেমিং অ্যাপের হয়ে প্রচার করছেন যা যুব সমাজকে বিভ্রান্ত করছে ও সমাজকে ভুল পথে চালিত করছে। এ কারণেই এই সংস্থা অভিনেতার বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন করছে তারা।

প্রসঙ্গত, বর্তমানে শাহরুখ এ২৩ গেমিং অ্যাপের মডেল। বিভিন্ন জায়গায় এই গেমের হয়ে প্রচারণাতেও দেখা গেছে তাকে। সেই কারণেই এই বিক্ষোভ প্রদর্শন তাদের।

সূত্র : আনন্দবাজার

বিজনেস আওয়ার/ ২৭ আগস্ট,২০২৩/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: