ঢাকা , রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বনশ্রীর এক দম্পতি বিরুদ্ধে দুদকের মামলা

  • পোস্ট হয়েছে : ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • 8

বিজনেস আওয়ার প্রতিবেদক : ৮৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠেছে রাজধানীর বনশ্রীর এক দম্পতি বিরুদ্ধে। অভিযোগ রয়েছে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ও সম্পদ অর্জনের সহায়তা করার মাধ্যমে তারা অপরাধ করেছেন। এসব বিষয়ে প্রমান পাওয়ায় বৃহস্পতিবার এক দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তারা হলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক সিনিয়র স্টাফ নার্স ও বর্তমানে ঠিকাদার মোছা. ছানোয়ারা খাতুন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য জানান।

দুদকের সহকারী পরিচালক সোমা হোড় বাদী হয়ে এই মামলা দায়ের করেন। ২০০৪ এর ২৭(১) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় মোছা. ছানোয়ারা খাতুন ও মোহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এর আগে মামলা করার অনুমোদন দুদক কমিশন।

এজাহার সূত্র জানা যায়, মোছা. ছানোয়ারা খাতুন নামে স্থাবর-অস্থাবর সম্পদ ১ কোটি ৮৮ লাখ ৮ হাজার ৯০২ টাকার মধ্যে ৮৩ লাখ ৮৭ হাজার ১৯৩ টাকা জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও সেই সম্পদ দখলে রাখার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারা এবং শফিকুল ইসলাম কর্তৃক অবৈধভাবে অর্জিত অর্থ স্ত্রীর মাধ্যমে বৈধতা দানের অপচেষ্টার দায়ে দণ্ডবিধি, ১৮৬০ এর ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। ফলে তাদের দুইজনের বিরুদ্ধে মামলা করেন দুদক।

বিজনেস আওয়ার/৩১ আগস্ট, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বনশ্রীর এক দম্পতি বিরুদ্ধে দুদকের মামলা

পোস্ট হয়েছে : ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : ৮৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠেছে রাজধানীর বনশ্রীর এক দম্পতি বিরুদ্ধে। অভিযোগ রয়েছে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ও সম্পদ অর্জনের সহায়তা করার মাধ্যমে তারা অপরাধ করেছেন। এসব বিষয়ে প্রমান পাওয়ায় বৃহস্পতিবার এক দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তারা হলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক সিনিয়র স্টাফ নার্স ও বর্তমানে ঠিকাদার মোছা. ছানোয়ারা খাতুন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য জানান।

দুদকের সহকারী পরিচালক সোমা হোড় বাদী হয়ে এই মামলা দায়ের করেন। ২০০৪ এর ২৭(১) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় মোছা. ছানোয়ারা খাতুন ও মোহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এর আগে মামলা করার অনুমোদন দুদক কমিশন।

এজাহার সূত্র জানা যায়, মোছা. ছানোয়ারা খাতুন নামে স্থাবর-অস্থাবর সম্পদ ১ কোটি ৮৮ লাখ ৮ হাজার ৯০২ টাকার মধ্যে ৮৩ লাখ ৮৭ হাজার ১৯৩ টাকা জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও সেই সম্পদ দখলে রাখার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারা এবং শফিকুল ইসলাম কর্তৃক অবৈধভাবে অর্জিত অর্থ স্ত্রীর মাধ্যমে বৈধতা দানের অপচেষ্টার দায়ে দণ্ডবিধি, ১৮৬০ এর ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। ফলে তাদের দুইজনের বিরুদ্ধে মামলা করেন দুদক।

বিজনেস আওয়ার/৩১ আগস্ট, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: