ঢাকা , সোমবার, ১৭ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আঘাত পেয়ে অনুশীলন ছাড়লেন কোহলি

  • পোস্ট হয়েছে : ১২:২০ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • 28

বিজনেস আওয়ার প্রতিবেদক : পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে শেষ প্রস্তুতি নিচ্ছিল ভারত। সেখানে বাধে বিপত্তি। মোহাম্মদ সিরাজের বলে হাতে আঘাত পেয়ে অনুশীলন ছেড়ে চলে যান বিরাট কোহলি

শ্রীলঙ্কার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে অনুশীলন শুরু হয় ভারতের। পাল্লেকেলের আউটারের নেটে চলে কোহলিদের ব্যাটিং সেশন। সেখানে মোহাম্মদ সিরাজের বল লাগে বিরাট কোহলির হাতে। ব্যথায় কুকরে ওঠেন কোহলি। হাটু মাথা নিচু করে হাত ধরেছিলেন মিনিট কয়েক। এরপর থাম্বসআপ দিয়ে কোহলি অনুশীলন শুরু করেন। কিন্তু ২ বলের বেশি খেলতে পারেননি। ফিজিওসহ চলে যান ড্রেসিংরুমে।

কোহলি ব্যথা পেয়ে অনুশীলন ছাড়লেও পাকিস্তান অধিনায়ক বাবর আজম ঝালিয়ে নিয়েছেন নিজেকে। পাল্লেকেলের সেন্টার উইকেটে বড় বড় শটস খেলতে দেখা যায় তাকে। লম্বা সময় ধরে চলে তার অনুশীলন।

ওয়ানডে ক্রিকেটে এখনও পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৩২ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। তার মধ্যে ৭৩টিতে জিতেছে পাকিস্তান। আর ৫৫টিতে জিতেছে ভারত। ৪টি ম্যাচে ফল হয়নি। এশিয়া কাপে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে ভারত। এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই আসরের ওয়ানডে সংস্করণে দুই দল ১৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৭টিতে জিতেছে ভারত। বিপরীতে ৫ জয় পাকিস্তানের। ১টি ম্যাচে কোনো ফল হয়নি।

বিজনেস আওয়ার/২ সেপ্টেম্বর, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আঘাত পেয়ে অনুশীলন ছাড়লেন কোহলি

পোস্ট হয়েছে : ১২:২০ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে শেষ প্রস্তুতি নিচ্ছিল ভারত। সেখানে বাধে বিপত্তি। মোহাম্মদ সিরাজের বলে হাতে আঘাত পেয়ে অনুশীলন ছেড়ে চলে যান বিরাট কোহলি

শ্রীলঙ্কার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে অনুশীলন শুরু হয় ভারতের। পাল্লেকেলের আউটারের নেটে চলে কোহলিদের ব্যাটিং সেশন। সেখানে মোহাম্মদ সিরাজের বল লাগে বিরাট কোহলির হাতে। ব্যথায় কুকরে ওঠেন কোহলি। হাটু মাথা নিচু করে হাত ধরেছিলেন মিনিট কয়েক। এরপর থাম্বসআপ দিয়ে কোহলি অনুশীলন শুরু করেন। কিন্তু ২ বলের বেশি খেলতে পারেননি। ফিজিওসহ চলে যান ড্রেসিংরুমে।

কোহলি ব্যথা পেয়ে অনুশীলন ছাড়লেও পাকিস্তান অধিনায়ক বাবর আজম ঝালিয়ে নিয়েছেন নিজেকে। পাল্লেকেলের সেন্টার উইকেটে বড় বড় শটস খেলতে দেখা যায় তাকে। লম্বা সময় ধরে চলে তার অনুশীলন।

ওয়ানডে ক্রিকেটে এখনও পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৩২ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। তার মধ্যে ৭৩টিতে জিতেছে পাকিস্তান। আর ৫৫টিতে জিতেছে ভারত। ৪টি ম্যাচে ফল হয়নি। এশিয়া কাপে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে ভারত। এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই আসরের ওয়ানডে সংস্করণে দুই দল ১৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৭টিতে জিতেছে ভারত। বিপরীতে ৫ জয় পাকিস্তানের। ১টি ম্যাচে কোনো ফল হয়নি।

বিজনেস আওয়ার/২ সেপ্টেম্বর, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: