ঢাকা , সোমবার, ১৭ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান বেড়ে চলছে উন্মাদনার পারদ

  • পোস্ট হয়েছে : ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • 16

বিজনেস আওয়ার প্রতিবেদক : পাকিস্তান-ভারত লড়াইয়ের ঝাঁজ রয়েছে গোটা ক্রিকেট বিশ্বে। ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উন্মাদনা, উত্তেজনা, উত্তাপ। যার জন্য সমগ্র বিশ্বের ক্রিকেট ভক্তরা থাকে উদগ্রীব। আজ ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে দুই দলের ম্যাচকে ঘিরে বেড়েই চলছে উন্মাদনার পারদ। আজ গ্রুপ-পর্বের ম্যাচে ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তি মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সময় সাড়ে তিনটায়।

পাকিস্তান প্রতিযোগিতার শুরুটা দুর্দান্ত করেছে। উদ্বোধনী ম্যাচেই দুর্বল নোপালের বিপক্ষে ২৩৮ রানের বিশাল জয় পায় তারা। পরিসংখ্যান নাড়িয়ে দিয়ে ১৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক বাবর আজম। ইফতিখার আহমেদের ব্যাট থেকে আসে অপরাজিত ১০৯ রান। ওদিকে বোলাররা ছিলেন দ‌্যুতিময়। ৪ উইকেট নেন শাদাব খান। শাহীন ও হারিস রউফের শিকার ২টি করে।

ভারত আজকেই প্রথম মাঠে নামবে। তবে একদিকে ভারত রয়েছে বেশ চনমনে, পাকিস্তান বেশ ক্লান্ত। ৩০ আগস্ট নিজেদের মাটিতে ম‌্যাচ খেলে পরদিন শ্রীলঙ্কায় উড়াল দেয়। গতকাল অনুশীলন শেষে আজ আবার মাঠে নামবে তারা। অন‌্যদিকে ভারত শ্রীলঙ্কায় পৌঁছে একদিন বিশ্রামের পর একদিন অনুশীলন করে।

এবার এশিয়া কাপে দুই দলের তিনটি ম‌্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের পর সুপার ফোর হয়ে ফাইনালে উঠলে এক আসরেই দুই দল দুই সপ্তাহে তিনটি ম‌্যাচ খেলবে। যদিও সেই ১৯৮৪ থেকে এখন পর্যন্ত একবারও এই দুই দল ফাইনালে মুখোমুখি হয়নি। তবে এই ম্যাচ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

বৃষ্টির কারণে বিঘ্নিত হতে পারে ম্যাচটি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। বিগত দুই দিন ধরেই বেশ প্রবল বৃষ্টি হচ্ছে পাল্লেকেলেতে। আবহাওয়া বিষয়ক অ্যাপসের ধারণা অনুযায়ী ম্যাচের দিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

বিজনেস আওয়ার/২ সেপ্টেম্বর, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভারত-পাকিস্তান বেড়ে চলছে উন্মাদনার পারদ

পোস্ট হয়েছে : ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : পাকিস্তান-ভারত লড়াইয়ের ঝাঁজ রয়েছে গোটা ক্রিকেট বিশ্বে। ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উন্মাদনা, উত্তেজনা, উত্তাপ। যার জন্য সমগ্র বিশ্বের ক্রিকেট ভক্তরা থাকে উদগ্রীব। আজ ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে দুই দলের ম্যাচকে ঘিরে বেড়েই চলছে উন্মাদনার পারদ। আজ গ্রুপ-পর্বের ম্যাচে ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তি মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সময় সাড়ে তিনটায়।

পাকিস্তান প্রতিযোগিতার শুরুটা দুর্দান্ত করেছে। উদ্বোধনী ম্যাচেই দুর্বল নোপালের বিপক্ষে ২৩৮ রানের বিশাল জয় পায় তারা। পরিসংখ্যান নাড়িয়ে দিয়ে ১৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক বাবর আজম। ইফতিখার আহমেদের ব্যাট থেকে আসে অপরাজিত ১০৯ রান। ওদিকে বোলাররা ছিলেন দ‌্যুতিময়। ৪ উইকেট নেন শাদাব খান। শাহীন ও হারিস রউফের শিকার ২টি করে।

ভারত আজকেই প্রথম মাঠে নামবে। তবে একদিকে ভারত রয়েছে বেশ চনমনে, পাকিস্তান বেশ ক্লান্ত। ৩০ আগস্ট নিজেদের মাটিতে ম‌্যাচ খেলে পরদিন শ্রীলঙ্কায় উড়াল দেয়। গতকাল অনুশীলন শেষে আজ আবার মাঠে নামবে তারা। অন‌্যদিকে ভারত শ্রীলঙ্কায় পৌঁছে একদিন বিশ্রামের পর একদিন অনুশীলন করে।

এবার এশিয়া কাপে দুই দলের তিনটি ম‌্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের পর সুপার ফোর হয়ে ফাইনালে উঠলে এক আসরেই দুই দল দুই সপ্তাহে তিনটি ম‌্যাচ খেলবে। যদিও সেই ১৯৮৪ থেকে এখন পর্যন্ত একবারও এই দুই দল ফাইনালে মুখোমুখি হয়নি। তবে এই ম্যাচ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

বৃষ্টির কারণে বিঘ্নিত হতে পারে ম্যাচটি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। বিগত দুই দিন ধরেই বেশ প্রবল বৃষ্টি হচ্ছে পাল্লেকেলেতে। আবহাওয়া বিষয়ক অ্যাপসের ধারণা অনুযায়ী ম্যাচের দিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

বিজনেস আওয়ার/২ সেপ্টেম্বর, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: