ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

‘জওয়ান’ ঝড়ে ‘অন্তর্জাল’ মুক্তির নতুন তারিখ ঘোষণা

  • পোস্ট হয়েছে : ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • 9

শাহিন শুভ : দেশের প্রথম সাইবার ক্রাইম অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘ অন্তর্জাল ’ মুক্তির তারিখ ৮ সেপ্টেম্বর থাকলেও মুক্তির তারিখ আবারও পিছিয়ে দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বের সঙ্গে একযোগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহারুখ খানের ‘জওয়ান’ সিনেমাটি । দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির ব্যাপক চাহিদা থাকায় ব্যাবসায়িক লোকসানের কথা মাথায় নিয়েই মুক্তি স্থগিত করেছে ‘অন্তর্জাল’ সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।

রোববার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন আয়োজন করে ট্রেইলার প্রকাশসহ সিনেমার নতুন মুক্তির তারিখ ঘোষণার করা হয়। সিনেমাটির মুক্তির নতুন তারিখ ২২ সেপ্টেম্বর। দেশে মুক্তির পাশাপাশি বিশ্বের একাধিক দেশে একযোগে মুক্তি পাবে সিনেমাটি।

এই প্রসঙ্গে প্রযোজক মোহাম্মদ সাদেকুল আরেফীন বলেন , বাংলা সিনেমায় নতুন একটা গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে অন্তর্জাল। আমরা চাই এই সিনেমা সবাই হলে গিয়ে দেখুক। ৮ তারিখ বাংলাদেশে হিন্দি সিনেমা ‘ জওয়ান ’ মুক্তি পাচ্ছে । বাংলাদেশের বেশিরভাগ সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন এবং এক সময়ে দুটি সিনেমা চালানোর সংস্কৃতি নেই । ফলে সব সিনেমা একই সাথে প্রদর্শনের সীমাবদ্ধতা রয়েছে । আমরা প্রতিযোগিতা চাই, একই সাথে আমরা চাই সব ভালো সিনেমা দর্শক দেখুক। তাই আমরা ২২ তারিখে সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।

পরিচালক দীপংকর দীপন বলেন, ছবি মুক্তি দেওয়ার সব রকমের প্রস্তুতি আমাদের রয়েছে, কিন্তু সিনেমার ব্যবসায়িক দিক দেখার দায়িত্বও আমাদের রয়েছে। আমরা চাই বাংলা সিনেমা সবাই দেখুক, লাভজনক হোক বাংলা সিনেমায় বিনিয়োগ, তাই আমি সিনেমা মুক্তি কয়েকদিনের জন্য পেছানোর বিষয়ে প্রযোজকদের সিদ্ধান্তের সাথে একমত। তবে আমাদের সিনেমা নিয়ে আমরা আত্মবিশ্বাসী যে দর্শক এই সিনেমা দেখেবে আর এই সিনেমা নতুন ধরনের বাংলা ছবি নির্মাণের অনুপ্রেরণা হয়ে উঠবে।

‘অন্তর্জাল’সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহা প্রমুখ। এই চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

এই সিনেমায় সময়ের আলোচিত ব্যান্ড চিরকুট, অ্যাশেজের গান রয়েছে, সঙ্গীতায়োজনে ছিলেন ইমন চৌধুরী ও অ্যাপাইরাস আর গান লিখেছেন গীতিকার রাসেল মাহমুদ ।

সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

বিজনেস আওয়ার/ ০৪ সেপ্টেম্বর,২০২৩/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘জওয়ান’ ঝড়ে ‘অন্তর্জাল’ মুক্তির নতুন তারিখ ঘোষণা

পোস্ট হয়েছে : ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

শাহিন শুভ : দেশের প্রথম সাইবার ক্রাইম অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘ অন্তর্জাল ’ মুক্তির তারিখ ৮ সেপ্টেম্বর থাকলেও মুক্তির তারিখ আবারও পিছিয়ে দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বের সঙ্গে একযোগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহারুখ খানের ‘জওয়ান’ সিনেমাটি । দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির ব্যাপক চাহিদা থাকায় ব্যাবসায়িক লোকসানের কথা মাথায় নিয়েই মুক্তি স্থগিত করেছে ‘অন্তর্জাল’ সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।

রোববার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন আয়োজন করে ট্রেইলার প্রকাশসহ সিনেমার নতুন মুক্তির তারিখ ঘোষণার করা হয়। সিনেমাটির মুক্তির নতুন তারিখ ২২ সেপ্টেম্বর। দেশে মুক্তির পাশাপাশি বিশ্বের একাধিক দেশে একযোগে মুক্তি পাবে সিনেমাটি।

এই প্রসঙ্গে প্রযোজক মোহাম্মদ সাদেকুল আরেফীন বলেন , বাংলা সিনেমায় নতুন একটা গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে অন্তর্জাল। আমরা চাই এই সিনেমা সবাই হলে গিয়ে দেখুক। ৮ তারিখ বাংলাদেশে হিন্দি সিনেমা ‘ জওয়ান ’ মুক্তি পাচ্ছে । বাংলাদেশের বেশিরভাগ সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন এবং এক সময়ে দুটি সিনেমা চালানোর সংস্কৃতি নেই । ফলে সব সিনেমা একই সাথে প্রদর্শনের সীমাবদ্ধতা রয়েছে । আমরা প্রতিযোগিতা চাই, একই সাথে আমরা চাই সব ভালো সিনেমা দর্শক দেখুক। তাই আমরা ২২ তারিখে সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।

পরিচালক দীপংকর দীপন বলেন, ছবি মুক্তি দেওয়ার সব রকমের প্রস্তুতি আমাদের রয়েছে, কিন্তু সিনেমার ব্যবসায়িক দিক দেখার দায়িত্বও আমাদের রয়েছে। আমরা চাই বাংলা সিনেমা সবাই দেখুক, লাভজনক হোক বাংলা সিনেমায় বিনিয়োগ, তাই আমি সিনেমা মুক্তি কয়েকদিনের জন্য পেছানোর বিষয়ে প্রযোজকদের সিদ্ধান্তের সাথে একমত। তবে আমাদের সিনেমা নিয়ে আমরা আত্মবিশ্বাসী যে দর্শক এই সিনেমা দেখেবে আর এই সিনেমা নতুন ধরনের বাংলা ছবি নির্মাণের অনুপ্রেরণা হয়ে উঠবে।

‘অন্তর্জাল’সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহা প্রমুখ। এই চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

এই সিনেমায় সময়ের আলোচিত ব্যান্ড চিরকুট, অ্যাশেজের গান রয়েছে, সঙ্গীতায়োজনে ছিলেন ইমন চৌধুরী ও অ্যাপাইরাস আর গান লিখেছেন গীতিকার রাসেল মাহমুদ ।

সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

বিজনেস আওয়ার/ ০৪ সেপ্টেম্বর,২০২৩/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: