ঢাকা , বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

অন-ক্যাম্পাস ভর্তিতে সুযোগ পেলেন ১৬০ শিক্ষার্থী

  • পোস্ট হয়েছে : ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • 10

বিজনেস আওয়ার প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো চালু হওয়া অন-ক্যাম্পাসে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামের ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রথম ব্যাচে মোট ৪টি বিষয়ে ১৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (http://admission.nu.edu.bd/) গিয়ে আবেদনকারীরা ফলাফল দেখতে পারবেন।

এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, আগামী ১৪ সেপ্টেম্বর ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। এরপর ২৫ সেপ্টেম্বর থেকে এই সেশনের প্রথম বর্ষের শ্রেণি কার্যক্রম আরম্ভ করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১ম ব্যাচে মোট ১৬০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এর মধ্যে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। এছাড়া অন্য তিন বিষয় আইন, বিবিএ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে বিজ্ঞান, ব্যবসা ও মানবিক সব শাখার শিক্ষার্থীদেরই আবেদন গ্রহণ করা হয়।

এর আগে গত ২৭ জুলাই থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ শুরু হয়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলে।

বিজনেস আওয়ার/১২ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অন-ক্যাম্পাস ভর্তিতে সুযোগ পেলেন ১৬০ শিক্ষার্থী

পোস্ট হয়েছে : ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো চালু হওয়া অন-ক্যাম্পাসে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামের ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রথম ব্যাচে মোট ৪টি বিষয়ে ১৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (http://admission.nu.edu.bd/) গিয়ে আবেদনকারীরা ফলাফল দেখতে পারবেন।

এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, আগামী ১৪ সেপ্টেম্বর ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। এরপর ২৫ সেপ্টেম্বর থেকে এই সেশনের প্রথম বর্ষের শ্রেণি কার্যক্রম আরম্ভ করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১ম ব্যাচে মোট ১৬০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এর মধ্যে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। এছাড়া অন্য তিন বিষয় আইন, বিবিএ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে বিজ্ঞান, ব্যবসা ও মানবিক সব শাখার শিক্ষার্থীদেরই আবেদন গ্রহণ করা হয়।

এর আগে গত ২৭ জুলাই থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ শুরু হয়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলে।

বিজনেস আওয়ার/১২ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: