ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসী স্বামীর টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সাথে উধাও স্ত্রী

  • পোস্ট হয়েছে : ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • 63

বিজনেস আওয়ার প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারীতে সাড়ে ৯ লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন এক দুবাই প্রবাসীর স্ত্রী (৩৬)। এ ঘটনায় সোমবার বিকালে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নারীর স্বামী সাইফুল ইসলাম (৪২)।

এর আগে রোববার রাতে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা এলাকার সাইফুল ইসলামের সঙ্গে ২২ বছর আগে বিয়ে হয় ওই নারীর। ওই দম্পতির ১৪ ও ১৯ বছর বয়সি দুটি ছেলে রয়েছে। সাইফুল ইসলাম বিদেশে থাকার কারণে সম্প্রতি প্রতিবেশী ফেলু খাঁর ছেলে সোনা মিয়ার সঙ্গে প্রবাসীর স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে দেড় মাস আগে সাইফুল ইসলাম দুবাই থেকে বাড়িতে আসেন এবং সোনা মিয়ার অভিভাবকদের কাছে বিচার দেন।

রোববার রাতে সাইফুল ইসলাম বোয়ালমারী বাজারে ছিলেন। এ সুযোগে স্বামীর গচ্ছিত নগদ সাড়ে ৯ লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার নিয়ে সোনা মিয়ার সঙ্গে পালিয়ে যান ওই প্রবাসীর স্ত্রী। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও সোনা মিয়ার বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু বলেন, এ রকম ঘটনা লোকমুখে শুনেছি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস আওয়ার/১৯ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রবাসী স্বামীর টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সাথে উধাও স্ত্রী

পোস্ট হয়েছে : ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারীতে সাড়ে ৯ লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন এক দুবাই প্রবাসীর স্ত্রী (৩৬)। এ ঘটনায় সোমবার বিকালে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নারীর স্বামী সাইফুল ইসলাম (৪২)।

এর আগে রোববার রাতে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা এলাকার সাইফুল ইসলামের সঙ্গে ২২ বছর আগে বিয়ে হয় ওই নারীর। ওই দম্পতির ১৪ ও ১৯ বছর বয়সি দুটি ছেলে রয়েছে। সাইফুল ইসলাম বিদেশে থাকার কারণে সম্প্রতি প্রতিবেশী ফেলু খাঁর ছেলে সোনা মিয়ার সঙ্গে প্রবাসীর স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে দেড় মাস আগে সাইফুল ইসলাম দুবাই থেকে বাড়িতে আসেন এবং সোনা মিয়ার অভিভাবকদের কাছে বিচার দেন।

রোববার রাতে সাইফুল ইসলাম বোয়ালমারী বাজারে ছিলেন। এ সুযোগে স্বামীর গচ্ছিত নগদ সাড়ে ৯ লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার নিয়ে সোনা মিয়ার সঙ্গে পালিয়ে যান ওই প্রবাসীর স্ত্রী। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও সোনা মিয়ার বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু বলেন, এ রকম ঘটনা লোকমুখে শুনেছি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস আওয়ার/১৯ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: