1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : bikash halder : bikash halder
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
অস্বাস্থ্যকর ঢাকার বায়ু
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:১৬ অপরাহ্ন

অস্বাস্থ্যকর ঢাকার বায়ু

  • পোস্ট হয়েছে : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে বায়ু দূষণের শীর্ষ ৯ নম্বরে উঠে এসেছে ঢাকা। আজ সকাল ৮টায় বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার সূত্রে এ তথ্য জানা গেছে।

একই সময়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় সবার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের করাচি । শহরটির স্কোর ১৬৩। তালিকায় ১৬০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি। কুয়েত সিটি ১৫২ স্কোর নিয়ে তৃতীয়, ইন্দোনেশিয়ার জাকার্তা ১৪১ স্কোর নিয়ে চতুর্থ, ইরাকের বাগদাদ ১৩৯ স্কোর নিয়ে পঞ্চম, আরব আমিরাতের দুবাই ১৩৯ স্কোর নিয়ে ষষ্ঠ, কাতারের দোহা ১১৮ স্কোর নিয়ে সপ্তম, পাকিস্তানের লাহোর ১০৯ স্কোর নিয়ে অষ্টম এবং মালয়েশিয়ার কুচিং ১০০ স্কোর নিয়ে দশম স্থানে অবস্থান করছে।

তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

বিজনেস আওয়ার/২৫ সেপ্টেম্বর, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ