1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : bikash halder : bikash halder
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
আমিনবাজারে বিএনপির সমাবেশ স্থগিত
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৪১ অপরাহ্ন

আমিনবাজারে বিএনপির সমাবেশ স্থগিত

  • পোস্ট হয়েছে : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ এনে সমাবেশ স্থগিত করেছে বিএনপি।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের পর সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। আমিনবাজারে চিশতি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় সমাবেশের জন্য মঞ্চ তৈরি করা হয়। কিন্তু রাত দেড়টায় সাভার থানার ওসি ফোর্স নিয়ে মঞ্চ ভাংচুর করেছেন বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

তিনি বলেন, সাভার থানার ওসি রবিবার রাত দেড়টার দিকে আমাকে ফোন করে বলেন, আপনারা সোমবার সমাবেশ করতে পারবেন না, আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি। আমি ওসিকে জিজ্ঞেস করলাম- রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায় নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেওয়ার কথা বলছেন।

ওসি আমাকে বলেন, আওয়ামী লীগ সমাবেশ করতে পারেনি, আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না।

এমতাবস্থায় আজকের সমাবেশ স্থগিত করে আগামীকাল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ বিষয়ে নিপুণ রায় বলেন, আমিনবাজারের আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার একইস্থানে আমরা সমাবেশটি করব।

সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমিনবাজারে মঞ্চ তৈরি করা হলেও আজ ভোররাতে আওয়ামী লীগের কর্মী ও পুলিশ সদস্যরা সেটি ভেঙে দিয়েছে। সকালে সাভারের আমিনবাজার এলাকায় বিএনপির সমাবেশস্থল ঘুরে দেখা যায়, ছোট মাঠটিতে শুধু কয়েকটি বাঁশ পড়ে আছে, কোনো মঞ্চ নেই।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, পুলিশ আমাদের তৈরি করা মঞ্চটি ভেঙে দিয়েছে। সকালে এসপি সাহেবের কাছে গিয়েছিলাম। তিনি আমাদের জানিয়েছেন, একই জায়গায় আওয়ামী লীগও সমাবেশ করতে চাচ্ছে। তাই তারা প্রোগ্রাম করতে দেবেন না।

বিজনেস আওয়ার/২৫ সেপ্টেম্বর, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ