ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

হাজী দানেশে র‍্যাগিংয়ের দায়ে দুই শিক্ষার্থী বহিষ্কার

  • পোস্ট হয়েছে : ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • 5

বিজনেস আওয়ার প্রতিবেদক: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র‌্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রম থেকে এক সেমিস্টার ও আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ২৩ শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

গত ২৭‌ সে‌প্টেম্বর বিশ্ব‌বিদ্যালয়ের রে‌জিস্ট্রার স্বাক্ষরিত চি‌ঠি ওই শিক্ষার্থী‌দের কা‌ছে পৌঁছে দেওয়া হ‌য়ে‌ছে। আজ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন- রাকিবুল হুদা তাজমুল ও আব্দুল্লাহ আল মামুন। উভয়ই কৃষি অনুষদের ২২ ব্যাচের শিক্ষার্থী।

বিশ্ব‌বিদ্যালয় সূ‌ত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন অনুপম ছাত্রাবাসে র‍্যাগিং হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রক্টরিয়াল প্রতি‌নি‌ধিদল। ঘটনাস্থলে ২৩ ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওপর র‍্যাগিংয়ের তথ্য-প্রমাণ পান তারা। পরে বিষয়টি র‍্যাগিং প্রতিরোধ মূল কমিটির সভায় উত্থাপিত হয়। ক‌মি‌টি ওই দুই শিক্ষার্থীদের র‍্যাগিংয়ে জড়িত থাকায় শাস্তির সুপারিশ করে। সেই সঙ্গে আরও দুই শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করে প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশিদ বলেন, র‍্যাগিং একটি অপসংস্কৃতি। র‍্যাগিংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে আছে। যারা র‍্যাগিং অপসংস্কৃতির সঙ্গে যুক্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট একই অপরাধে বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। একইসঙ্গে তিন শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছিল।

বিজনেস আওয়ার/০৪ অক্টোবর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হাজী দানেশে র‍্যাগিংয়ের দায়ে দুই শিক্ষার্থী বহিষ্কার

পোস্ট হয়েছে : ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র‌্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রম থেকে এক সেমিস্টার ও আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ২৩ শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

গত ২৭‌ সে‌প্টেম্বর বিশ্ব‌বিদ্যালয়ের রে‌জিস্ট্রার স্বাক্ষরিত চি‌ঠি ওই শিক্ষার্থী‌দের কা‌ছে পৌঁছে দেওয়া হ‌য়ে‌ছে। আজ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন- রাকিবুল হুদা তাজমুল ও আব্দুল্লাহ আল মামুন। উভয়ই কৃষি অনুষদের ২২ ব্যাচের শিক্ষার্থী।

বিশ্ব‌বিদ্যালয় সূ‌ত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন অনুপম ছাত্রাবাসে র‍্যাগিং হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রক্টরিয়াল প্রতি‌নি‌ধিদল। ঘটনাস্থলে ২৩ ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওপর র‍্যাগিংয়ের তথ্য-প্রমাণ পান তারা। পরে বিষয়টি র‍্যাগিং প্রতিরোধ মূল কমিটির সভায় উত্থাপিত হয়। ক‌মি‌টি ওই দুই শিক্ষার্থীদের র‍্যাগিংয়ে জড়িত থাকায় শাস্তির সুপারিশ করে। সেই সঙ্গে আরও দুই শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করে প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশিদ বলেন, র‍্যাগিং একটি অপসংস্কৃতি। র‍্যাগিংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে আছে। যারা র‍্যাগিং অপসংস্কৃতির সঙ্গে যুক্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট একই অপরাধে বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। একইসঙ্গে তিন শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছিল।

বিজনেস আওয়ার/০৪ অক্টোবর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: