1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : bikash halder : bikash halder
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
ঝড়-বৃষ্টিতে দিনাজপুরে ৭ শতাংশ লিচু নষ্ট
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:৫৭ পূর্বাহ্ন

ঝড়-বৃষ্টিতে দিনাজপুরে ৭ শতাংশ লিচু নষ্ট

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ ঘূর্ণিঝড় আম্পানের ক্ষত কাটতে না কাটতে ভারী বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় দিনাজপুরে লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ উপড়ে পড়ার সঙ্গে অনেক বাগানে ভেঙেছে ডালপালাও।

কৃষিবিভাগ বলছে, শুধু বুধবারের ঝড়েই নষ্ট হয়েছে ৭ শতাংশ লিচু। এ অবস্থায় লোকসানের শঙ্কা বাড়ছে বাগানিদের। যদিও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস কৃষি অধিদপ্তরের।

ঘূর্ণিঝড় আম্পানে উপকূলীয় জেলার পাশাপাশি তাণ্ডব চালায় উত্তরের জেলা দিনাজপুরের লিচু বাগানেও। অনেক এলাকায় উপড়ে পড়ে গাছ। সে ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় থাকার এক সপ্তাহের মধ্যেই মঙ্গলবার মধ্যরাত ও বুধবার সকালে বয়ে যায় কালবৈশাখী ঝড়।

ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় সদর উপজেলার ৫টি ইউনিয়ন, বিরল উপজেলার চার ইউনিয়ন এবং চিরিরবন্দরের বেশ কিছু লিচু বাগানে ব্যাপক ক্ষতি হয়। উপড়ে পড়ার সঙ্গে ভেঙেছে ডালপালাও। একের পর এক ক্ষত, ভাবিয়ে তুলছে লিচু বাগানিদের।

এ অবস্থায়, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু করেছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তৌহিদুল ইকবাল।

দিনাজপুরের ১৩ উপজেলায় ৬ হাজার হেক্টর এলাকায় লিচুর আবাদ হয়েছে। এরমধ্যে ঝড় ও বৃষ্টিতে পাঁচ উপজেলায় ক্ষতিগ্রস্ত হয় সাড়ে তিনশ’ হেক্টরের গাছ।

বিজনেস আওয়ার/ ২৮ মে,২০২০/ কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ