ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

করোনা সচেতনতায় বিসিবির নানা উদ্যোগ

  • পোস্ট হয়েছে : ১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
  • 0

স্পোর্টস ডেস্ক: কোয়ারেন্টাইন ইস্যুতে সমঝোতা না হওয়ায় টাইগারদের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেছে। তবে তামিম-মুশফিকদের বসিয়ে রাখতে চায়না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর অংশ হিসেবেই জাতীয় দলের স্কিল ক্যাম্প শুরু করার আগে অনূর্ধ্ব-১৯ দল আর টিমের সাপোর্ট স্টাফসহ শতাধিক জনের করোনা টেস্টে করাচ্ছে বিসিবি।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, আজ বুধবার থেকে ফের করোনা টেস্টের কার্যক্রম শুরু হচ্ছে। করোনা টেস্টের জন্য বিসিবি জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডের ২৭ জনকেই ডেকেছে। ২২ সেপ্টেম্বর করোনা পজিটিভ হওয়া পেস বোলার আবু জায়েদ রাহীরও পুনরায় টেস্ট করানো হবে।

ডা. দেবাশীষ আরও বলেন, জাতীয় দল ছাড়াও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদেরও করোনা পরীক্ষা হবে। দু’দলের কোচিং ও সাপোর্টিং স্টাফ রয়েছে। টিম হোটেলেরই কর্মকর্তা রয়েছেন ৩২ জন। সবমিলিয়ে শতাধিক করোনা টেস্ট করা হবে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর থেকে টাইগার ক্রিকেটাররা ছিলেন জৈব সুরক্ষা বলয়ে। মানে করোনা মুক্ত পরিবেশে আলাদা করেই থেকেছেন তিনি। কিন্তু লঙ্কা সফর স্থগিতের আগেই বাসায় ফিরে গেছেন তারা। তবে ফের তাদের নিয়ে কাজ করবে বিসিবি। সামনেই আবারও করোনা পরীক্ষা হবে। তারপর নিজেদের মধ্যে খেলবে তিনটি প্রস্তুতি ম্যাচ।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার থেকে ফের শুরু হবে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। সব মিলিয়ে ক্রিকেটারদের প্রাণঘাতী করোনা ভাইরাসের সনহক্রমণ থেকে দূরে রাখতে বেশ সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিজনেস আওয়ার/৩০ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনা সচেতনতায় বিসিবির নানা উদ্যোগ

পোস্ট হয়েছে : ১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক: কোয়ারেন্টাইন ইস্যুতে সমঝোতা না হওয়ায় টাইগারদের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেছে। তবে তামিম-মুশফিকদের বসিয়ে রাখতে চায়না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর অংশ হিসেবেই জাতীয় দলের স্কিল ক্যাম্প শুরু করার আগে অনূর্ধ্ব-১৯ দল আর টিমের সাপোর্ট স্টাফসহ শতাধিক জনের করোনা টেস্টে করাচ্ছে বিসিবি।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, আজ বুধবার থেকে ফের করোনা টেস্টের কার্যক্রম শুরু হচ্ছে। করোনা টেস্টের জন্য বিসিবি জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডের ২৭ জনকেই ডেকেছে। ২২ সেপ্টেম্বর করোনা পজিটিভ হওয়া পেস বোলার আবু জায়েদ রাহীরও পুনরায় টেস্ট করানো হবে।

ডা. দেবাশীষ আরও বলেন, জাতীয় দল ছাড়াও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদেরও করোনা পরীক্ষা হবে। দু’দলের কোচিং ও সাপোর্টিং স্টাফ রয়েছে। টিম হোটেলেরই কর্মকর্তা রয়েছেন ৩২ জন। সবমিলিয়ে শতাধিক করোনা টেস্ট করা হবে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর থেকে টাইগার ক্রিকেটাররা ছিলেন জৈব সুরক্ষা বলয়ে। মানে করোনা মুক্ত পরিবেশে আলাদা করেই থেকেছেন তিনি। কিন্তু লঙ্কা সফর স্থগিতের আগেই বাসায় ফিরে গেছেন তারা। তবে ফের তাদের নিয়ে কাজ করবে বিসিবি। সামনেই আবারও করোনা পরীক্ষা হবে। তারপর নিজেদের মধ্যে খেলবে তিনটি প্রস্তুতি ম্যাচ।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার থেকে ফের শুরু হবে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। সব মিলিয়ে ক্রিকেটারদের প্রাণঘাতী করোনা ভাইরাসের সনহক্রমণ থেকে দূরে রাখতে বেশ সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিজনেস আওয়ার/৩০ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: