ঢাকা , মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবির বিশেষ সমাবর্তন পিছিয়ে ২৯ অক্টোবর

  • পোস্ট হয়েছে : ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • 1

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন পিছিয়ে ২৬ অক্টোবরের পরিবর্তে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন অসুস্থ থাকার কারণে সমাবর্তনের তারিখ পিছিয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। আগামী ২৯ অক্টোবর বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই বিশেষ সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে বলে জানান তিনি।

এই বিশেষ সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবর্তনের বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

এর আগে গত ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় অক্টোবরে বিশেষ সমাবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়। তিনি বঙ্গবন্ধুর পক্ষে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটা চিঠি এসেছে। সেখানে প্রধানমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন ২৯ অক্টোবর সমাবর্তনে উপস্থিত থাকবেন। যেহেতু তারিখ পরিবর্তন হয়েছে। তাই আমরা সেই মর্মে রাষ্ট্রপতির অনুমতির জন্য স্মারক পাঠিয়েছি।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে Doctor of Laws (Honoris Cause) (মরণোত্তর) ডিগ্রি দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এএইচএ/

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঢাবির বিশেষ সমাবর্তন পিছিয়ে ২৯ অক্টোবর

পোস্ট হয়েছে : ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন পিছিয়ে ২৬ অক্টোবরের পরিবর্তে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন অসুস্থ থাকার কারণে সমাবর্তনের তারিখ পিছিয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। আগামী ২৯ অক্টোবর বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই বিশেষ সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে বলে জানান তিনি।

এই বিশেষ সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবর্তনের বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

এর আগে গত ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় অক্টোবরে বিশেষ সমাবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়। তিনি বঙ্গবন্ধুর পক্ষে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটা চিঠি এসেছে। সেখানে প্রধানমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন ২৯ অক্টোবর সমাবর্তনে উপস্থিত থাকবেন। যেহেতু তারিখ পরিবর্তন হয়েছে। তাই আমরা সেই মর্মে রাষ্ট্রপতির অনুমতির জন্য স্মারক পাঠিয়েছি।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে Doctor of Laws (Honoris Cause) (মরণোত্তর) ডিগ্রি দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এএইচএ/

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: