ঢাকা , বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ

  • পোস্ট হয়েছে : ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
  • 1

বিজনেস আওয়ার প্রতিবেদক: দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর ঘটনায় শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। যদিও এদিন বাংলাদেশে সাপ্তাহিক ছুটি।

গত বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

রাষ্ট্রীয় শোক পালনের আজ বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

শনিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ভবনের (১ নম্বর ভবন) ওপরে অর্ধনমিত জাতীয় পতাকা উড়তে দেখা যায়। গুলিস্তানের জিরো পয়েন্টে জিপিও ভবনেও উড়ছে অর্ধনমিত জাতীয় পতাকা।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার।

ফিলিস্তিনের সংগঠন হামাস ৭ অক্টোবর দখলদার ইসরায়েলে অভিনব কায়দায় আক্রমণ করে। এরপর থেকে গাজায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে এরই মধ্যে চার হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

এমনকি ইসরায়েলি বাহিনী হাসপাতালে হামলা করতেও বাদ রাখেনি। গাজার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০০ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ

পোস্ট হয়েছে : ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর ঘটনায় শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। যদিও এদিন বাংলাদেশে সাপ্তাহিক ছুটি।

গত বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

রাষ্ট্রীয় শোক পালনের আজ বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

শনিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ভবনের (১ নম্বর ভবন) ওপরে অর্ধনমিত জাতীয় পতাকা উড়তে দেখা যায়। গুলিস্তানের জিরো পয়েন্টে জিপিও ভবনেও উড়ছে অর্ধনমিত জাতীয় পতাকা।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার।

ফিলিস্তিনের সংগঠন হামাস ৭ অক্টোবর দখলদার ইসরায়েলে অভিনব কায়দায় আক্রমণ করে। এরপর থেকে গাজায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে এরই মধ্যে চার হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

এমনকি ইসরায়েলি বাহিনী হাসপাতালে হামলা করতেও বাদ রাখেনি। গাজার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০০ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: