ঢাকা , রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দ্রুততম সময়ে ‘শততম উইকেট’ পূর্ণ করলেন শাহিন আফ্রিদি

  • পোস্ট হয়েছে : ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • 3

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার (৩১ অক্টোবর) ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই তানজিদ তামিমের উইকেট হারায় টাইগাররা। শাহিন আফ্রিদির বলে এলবিডব্লু হয়ে গেছেন এই বাঁহাতি। দল তখনও রানের খাতাই খুলতে পারেনি।

এরই মধ্যে পাকিস্তানকে প্রথম ব্রেকথ্রুটা এনে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। ফিল্ডিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই আক্রমণে এসে ফিরিয়েছেন তানজিদ হাসান তামিমকে। সেই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের শততম উইকেট পূর্ণ করলেন শাহিন। মাত্র ৫১ ম্যাচে এই মাইলফলক ছুঁয়ে ফেললেন বাঁহাতি এই পেসার।

ওয়াসিম আকরাম, ওয়াহাব রিয়াজ ও জুনাইদ খানের পর পাকিস্তানের চতুর্থ বাঁহাতি পেসার হিসেবে এ মাইলফলক ছুঁলেন তিনি। দ্রুততম একশ উইকেটের দিক থেকে পাকিস্তানি বোলারদের মধ্যে শাহিনই প্রথম। সাকলাইন মুশতাক উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন ৫৩ ম্যাচ খেলে।

এ ছাড়া পেসারদের মধ্যে ক্রিকেটবিশ্বে আফ্রিদিই এখন দ্রুততম। আগের রেকর্ড অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের। ৫২ ম্যাচে শততম উইকেট পূর্ণ করেন তিনি। সব মিলিয়ে দ্রুততম একশ’ উইকেটের রেকর্ড সন্দীপ লামিছানের। গত এপ্রিলে নিজের ৪২তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন নেপালি এই লেগ স্পিনার।

ঘুরে দাঁড়ানোর ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়েছে বাংলাদেশের ব্যাটাররা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ ওভার শেষে স্কোরবোর্ডে ৫০ রান তুলতেই নেই ৩ উইকেট। এর আগে দলীয় ৬ রানেই বাংলাদেশ হারায় ২ উইকেট। যা যেকোনো দলের জন্যই ব্যাটিংয়ে ভুলে যাওয়ার মতোই শুরু। পাকিস্তানি বোলারদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সফল শাহিন আফ্রিদি। তানজিদ তামিমের পর শান্তকেও ফিরিয়েছেন পাক এই পেসার।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দ্রুততম সময়ে ‘শততম উইকেট’ পূর্ণ করলেন শাহিন আফ্রিদি

পোস্ট হয়েছে : ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার (৩১ অক্টোবর) ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই তানজিদ তামিমের উইকেট হারায় টাইগাররা। শাহিন আফ্রিদির বলে এলবিডব্লু হয়ে গেছেন এই বাঁহাতি। দল তখনও রানের খাতাই খুলতে পারেনি।

এরই মধ্যে পাকিস্তানকে প্রথম ব্রেকথ্রুটা এনে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। ফিল্ডিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই আক্রমণে এসে ফিরিয়েছেন তানজিদ হাসান তামিমকে। সেই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের শততম উইকেট পূর্ণ করলেন শাহিন। মাত্র ৫১ ম্যাচে এই মাইলফলক ছুঁয়ে ফেললেন বাঁহাতি এই পেসার।

ওয়াসিম আকরাম, ওয়াহাব রিয়াজ ও জুনাইদ খানের পর পাকিস্তানের চতুর্থ বাঁহাতি পেসার হিসেবে এ মাইলফলক ছুঁলেন তিনি। দ্রুততম একশ উইকেটের দিক থেকে পাকিস্তানি বোলারদের মধ্যে শাহিনই প্রথম। সাকলাইন মুশতাক উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন ৫৩ ম্যাচ খেলে।

এ ছাড়া পেসারদের মধ্যে ক্রিকেটবিশ্বে আফ্রিদিই এখন দ্রুততম। আগের রেকর্ড অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের। ৫২ ম্যাচে শততম উইকেট পূর্ণ করেন তিনি। সব মিলিয়ে দ্রুততম একশ’ উইকেটের রেকর্ড সন্দীপ লামিছানের। গত এপ্রিলে নিজের ৪২তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন নেপালি এই লেগ স্পিনার।

ঘুরে দাঁড়ানোর ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়েছে বাংলাদেশের ব্যাটাররা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ ওভার শেষে স্কোরবোর্ডে ৫০ রান তুলতেই নেই ৩ উইকেট। এর আগে দলীয় ৬ রানেই বাংলাদেশ হারায় ২ উইকেট। যা যেকোনো দলের জন্যই ব্যাটিংয়ে ভুলে যাওয়ার মতোই শুরু। পাকিস্তানি বোলারদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সফল শাহিন আফ্রিদি। তানজিদ তামিমের পর শান্তকেও ফিরিয়েছেন পাক এই পেসার।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: