ঢাকা , রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন ডেভিড উইলি

  • পোস্ট হয়েছে : ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • 3

স্পোর্টস ডেস্ক: ভারত বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন ইংলিশ পেসার ডেভিড উইলি। আসরে ইংল্যান্ডের শেষ ম্যাচের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কথা জানান ৩৩ বছর বয়সী বাঁহাতি এই বোলার। ২০২৩-২৪ বর্ষের কেন্দ্রীয় চুক্তিতে তাকে প্রস্তাব দেয়নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরপরই অবসরের সিদ্ধান্তের কথা জানান উইলি।

চ্যাম্পিয়ন দল হিসাবে খেলতে এসে ভরাডুবি হয়েছে বৈশ্বিক আসরটিতে। হাতে এখনও ৩টি ম্যাচ থাকলেও বাদ পড়ার প্রহর গুনছে ইংলিশরা। এ দিকে দলের মতোই ভগ্নহৃদয়ের রূপ দেখিয়েছেন ইংলিশ পেসার ডেভিড উইলি।

বুধবার (১ নভেম্বর) সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন ডেভিড উইলি। আগামী ১১ নভেম্বর ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলবেন তিনি। এরপরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন এই পেসার।

ইনস্টাগ্রামে উইলি লিখেছেন, ‘আমি কখনও এই দিনটির দেখা পেতে চাইনি। শৈশব থেকে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। তাই ভেবেচিন্তে দেখলাম এবং বিবেচনার মাধ্যমে বুঝলাম আমার অবসরের সময় হয়ে গেছে। বিশ্বকাপের পরেই সকল ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব।’

ইংলিশ পেসার আরও লিখেছেন, ‘আমি গর্বের সঙ্গে দলের জার্সি পরেছি। নিজেকে উজাড় করে দিয়েছি। আর সাদা বলের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে সৌভাগ্যবান মনে করি। এই দলে বিশ্বের সেরা কয়েকজন খেলোয়াড় রয়েছেন। এই পথ পাড়ি দেয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমার স্ত্রী-সন্তান, বাবা ও মা। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

২০১৫ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পরে এ পর্যন্ত ৭০টি ওয়ানডে ম্যাচ খেলে ৯৪ উইকেট এবং ৪৩টি টি-টোয়েন্টি খেলে ৫১টি উইকেট নিয়েছেন উইলি। এছাড়া এই দুই সংস্করণে ব্যাট হাতে ৮৫৩ রান করেছেন তিনি।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন ডেভিড উইলি

পোস্ট হয়েছে : ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক: ভারত বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন ইংলিশ পেসার ডেভিড উইলি। আসরে ইংল্যান্ডের শেষ ম্যাচের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কথা জানান ৩৩ বছর বয়সী বাঁহাতি এই বোলার। ২০২৩-২৪ বর্ষের কেন্দ্রীয় চুক্তিতে তাকে প্রস্তাব দেয়নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরপরই অবসরের সিদ্ধান্তের কথা জানান উইলি।

চ্যাম্পিয়ন দল হিসাবে খেলতে এসে ভরাডুবি হয়েছে বৈশ্বিক আসরটিতে। হাতে এখনও ৩টি ম্যাচ থাকলেও বাদ পড়ার প্রহর গুনছে ইংলিশরা। এ দিকে দলের মতোই ভগ্নহৃদয়ের রূপ দেখিয়েছেন ইংলিশ পেসার ডেভিড উইলি।

বুধবার (১ নভেম্বর) সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন ডেভিড উইলি। আগামী ১১ নভেম্বর ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলবেন তিনি। এরপরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন এই পেসার।

ইনস্টাগ্রামে উইলি লিখেছেন, ‘আমি কখনও এই দিনটির দেখা পেতে চাইনি। শৈশব থেকে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। তাই ভেবেচিন্তে দেখলাম এবং বিবেচনার মাধ্যমে বুঝলাম আমার অবসরের সময় হয়ে গেছে। বিশ্বকাপের পরেই সকল ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব।’

ইংলিশ পেসার আরও লিখেছেন, ‘আমি গর্বের সঙ্গে দলের জার্সি পরেছি। নিজেকে উজাড় করে দিয়েছি। আর সাদা বলের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে সৌভাগ্যবান মনে করি। এই দলে বিশ্বের সেরা কয়েকজন খেলোয়াড় রয়েছেন। এই পথ পাড়ি দেয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমার স্ত্রী-সন্তান, বাবা ও মা। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

২০১৫ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পরে এ পর্যন্ত ৭০টি ওয়ানডে ম্যাচ খেলে ৯৪ উইকেট এবং ৪৩টি টি-টোয়েন্টি খেলে ৫১টি উইকেট নিয়েছেন উইলি। এছাড়া এই দুই সংস্করণে ব্যাট হাতে ৮৫৩ রান করেছেন তিনি।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: