ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গাজা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ

  • পোস্ট হয়েছে : ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • 5

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিরাম হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় এক মাস ধরে চালানো নির্বিচার এই হামলায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে গেছে। গাজা পরিস্থিতির এ করুণ অবনতি নিয়েই জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। ইসরায়েল-হামাস যুদ্ধের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগামীকাল আরেকটি জরুরি বৈঠক করবে বলে জানা গেছে।

জাতিসংঘে সংযুক্ত আরব আমিরাত মিশনের এক মুখপাত্র টুইটবার্তায় বলেন, ‘গাজার পরিস্থিতির ভয়াবহ অবনতি এবং আল-শিফা হাসপাতালে এবং জাবালিয়া শরণার্থী শিবিরে বারবার হামলার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত ও চীন আগামীকাল ৬ নভেম্বর বিকাল ৩টায় জাতিসংঘে এ আলোচনার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গত ২৮ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব পাস হয়। প্রস্তাবের পক্ষে ১২০টি দেশ ভোট দেয়। এ প্রস্তাবের বিপক্ষে ১৪ ও ভোটদানে বিরত ছিল ৪৫টি দেশ।

প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ ছাড়া যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, জাপানের সঙ্গে ভারতও ওই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গাজা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ

পোস্ট হয়েছে : ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিরাম হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় এক মাস ধরে চালানো নির্বিচার এই হামলায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে গেছে। গাজা পরিস্থিতির এ করুণ অবনতি নিয়েই জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। ইসরায়েল-হামাস যুদ্ধের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগামীকাল আরেকটি জরুরি বৈঠক করবে বলে জানা গেছে।

জাতিসংঘে সংযুক্ত আরব আমিরাত মিশনের এক মুখপাত্র টুইটবার্তায় বলেন, ‘গাজার পরিস্থিতির ভয়াবহ অবনতি এবং আল-শিফা হাসপাতালে এবং জাবালিয়া শরণার্থী শিবিরে বারবার হামলার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত ও চীন আগামীকাল ৬ নভেম্বর বিকাল ৩টায় জাতিসংঘে এ আলোচনার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গত ২৮ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব পাস হয়। প্রস্তাবের পক্ষে ১২০টি দেশ ভোট দেয়। এ প্রস্তাবের বিপক্ষে ১৪ ও ভোটদানে বিরত ছিল ৪৫টি দেশ।

প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ ছাড়া যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, জাপানের সঙ্গে ভারতও ওই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: