ঢাকা , শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জবি উপাচার্য ইমদাদুল হক মারা গেছেন

  • পোস্ট হয়েছে : ১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • 1

বিজনেস আওয়ার প্রতিনিধি: ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের।

শনিবার (১১ নভেম্বর) রাজধানীর বেসরকারি বিআরবি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। পরে দেশে আসার পর রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে দেশে আসার পর রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল থেকে জানাজার উদ্দেশ্যে উপাচার্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আনা হচ্ছে। এদিন প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

উপাচার্যের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিক সমিতির সদস্যরা শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ডিন ড. ইমদাদুল হক। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই বছরেই সততার ক্যাম্পাসে নানা উন্নয়নমূলক ও অভূতপূর্ব একাডেমিক অগ্রগতিতে কৃতিত্ব অর্জন করেন।

ইমদাদুল হক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও ভূমিকা রেখেছেন। দেশ-বিদেশে বিভিন্ন জার্নালে তার ৮০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ হয়েছে। এ ছাড়া তিনি একাধিক বইয়ের সহসম্পাদক।

বিজসে আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জবি উপাচার্য ইমদাদুল হক মারা গেছেন

পোস্ট হয়েছে : ১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিনিধি: ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের।

শনিবার (১১ নভেম্বর) রাজধানীর বেসরকারি বিআরবি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। পরে দেশে আসার পর রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে দেশে আসার পর রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল থেকে জানাজার উদ্দেশ্যে উপাচার্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আনা হচ্ছে। এদিন প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

উপাচার্যের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিক সমিতির সদস্যরা শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ডিন ড. ইমদাদুল হক। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই বছরেই সততার ক্যাম্পাসে নানা উন্নয়নমূলক ও অভূতপূর্ব একাডেমিক অগ্রগতিতে কৃতিত্ব অর্জন করেন।

ইমদাদুল হক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও ভূমিকা রেখেছেন। দেশ-বিদেশে বিভিন্ন জার্নালে তার ৮০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ হয়েছে। এ ছাড়া তিনি একাধিক বইয়ের সহসম্পাদক।

বিজসে আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: