ঢাকা , শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইসিকে ‘লাল কার্ড’ দেখাল এবি পার্টি

  • পোস্ট হয়েছে : ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • 6

বিজনেস আওয়ার ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে নির্বাচন কমিশনকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ মিছিল করেছে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)। এতে নেতৃত্ব দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুসহ দলের কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকাল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল করে দলটি।

মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান দেন প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার। এ সময় তিনি দাবি করে বলেন, নির্বাচন কমিশনের প্রধান হাবিবুল আউয়াল আওয়ামী সরকারের ফরমায়েশ বাস্তবায়ন করতে জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশে চরম অর্থনৈতিক মন্দা চলছে। রাজনৈতিক দলগুলোর ওপর দমন নিপীড়ন চালিয়ে নেতা-কর্মীদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হচ্ছে। এ রকম ভীতিকর পরিস্থিতিতে জাতীয় ও আন্তর্জাতিক মহলের মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তাতে মনে হচ্ছে তিনি বাংলাদেশে বিরোধী দলের কোনো প্রয়োজনীয়তাবোধ করেন না।

তিনি বলেন, আমরা জনগণের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ‘লাল কার্ড’ প্রদর্শনের মাধ্যমে তাদের পদত্যাগ দাবি করছি।

‘লাল কার্ড’ প্রদর্শন মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা মহানগর আহ্বায়ক বিএম নাজমুল হক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, মহানগর উত্তরের সদস্য সচিব ফিরোজ কবির, যুব পার্টির দপ্তর সম্পাদক আলী নাসের খান, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর, যুব পার্টির যুগ্ম সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানা, সুলতানা রাজিয়া, মহানগর দক্ষিণের নেত্রী আমেনা বেগম, সাবেক ছাত্রনেতা রিপন মাহমুদসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইসিকে ‘লাল কার্ড’ দেখাল এবি পার্টি

পোস্ট হয়েছে : ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

বিজনেস আওয়ার ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে নির্বাচন কমিশনকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ মিছিল করেছে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)। এতে নেতৃত্ব দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুসহ দলের কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকাল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল করে দলটি।

মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান দেন প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার। এ সময় তিনি দাবি করে বলেন, নির্বাচন কমিশনের প্রধান হাবিবুল আউয়াল আওয়ামী সরকারের ফরমায়েশ বাস্তবায়ন করতে জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশে চরম অর্থনৈতিক মন্দা চলছে। রাজনৈতিক দলগুলোর ওপর দমন নিপীড়ন চালিয়ে নেতা-কর্মীদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হচ্ছে। এ রকম ভীতিকর পরিস্থিতিতে জাতীয় ও আন্তর্জাতিক মহলের মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তাতে মনে হচ্ছে তিনি বাংলাদেশে বিরোধী দলের কোনো প্রয়োজনীয়তাবোধ করেন না।

তিনি বলেন, আমরা জনগণের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ‘লাল কার্ড’ প্রদর্শনের মাধ্যমে তাদের পদত্যাগ দাবি করছি।

‘লাল কার্ড’ প্রদর্শন মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা মহানগর আহ্বায়ক বিএম নাজমুল হক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, মহানগর উত্তরের সদস্য সচিব ফিরোজ কবির, যুব পার্টির দপ্তর সম্পাদক আলী নাসের খান, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর, যুব পার্টির যুগ্ম সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানা, সুলতানা রাজিয়া, মহানগর দক্ষিণের নেত্রী আমেনা বেগম, সাবেক ছাত্রনেতা রিপন মাহমুদসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: