ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

১২ বছর পর ফের বিশ্বজয়ীর লক্ষ্যে এগোচ্ছে ভারত

  • পোস্ট হয়েছে : ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • 4

স্পোর্টস ডেস্ক: ১২ বছর পর ফের বিশ্বজয়ী হওয়ার লক্ষ্যে এগোচ্ছে ভারত। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে মেন ইন ব্লু। আর একটা ম্যাচ জিতলেই বিশ্বচ্যাম্পিয়নের তাজ বিরাট-রোহিতদের মাথায়। ক্রিকেটবোদ্ধাদের মতে, ফেভারিট হিসাবেই ফাইনালে রোহিত ব্রিগেড। মেগাম্যাচের আগে অন্তত তিনটি ক্ষেত্রে অজিদের চেয়ে এগিয়ে ভার‍ত (India vs Australia)।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিতরা। মাত্র ২০০ রানের টার্গেট তাড়া করতে গিয়েও হিমশিম খেয়ে গিয়েছিল দলের টপ অর্ডার ব্যাটিং। তবে পরের ম্যাচগুলো থেকে দাপটের সঙ্গে ম্যাচ জিতেছে ভারত। অন্যদিকে, টুর্নামেন্টের শুরুতে টানা দুই ম্যাচ হেরেছিল অস্ট্রেলিয়া। তবে দুরন্ত কামব্যাক করে সোজা ফাইনালে অজি ব্রিগেড। মেগাম্যাচের আগে ভারতকেই এগিয়ে রাখছেন ক্রিকেটবিশেষজ্ঞরা। তার নেপথ্যে রয়েছে তিনটি কারণ।

১। শক্তিশালী ব্যাটিং লাইন আপ: টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি। দুরন্ত ফর্মে রোহিত শর্মা। পরপর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন কে এল রাহুল। সবমিলিয়ে কার্যত অপ্রতিরোধ্য দেখাচ্ছে ভারতের ব্যাটিং লাইন আপকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও প্রায় চারশো রান তুলেছিল এই ব্যাটিং। অন্যদিকে, অজি ব্যাটিং মূলত ডেভিড ওয়ার্নার ও ট্র্যাভিস হেডের উপর নির্ভরশীল। মিডল অর্ডার একেবারেই রান করতে পারছে না।

২। বোলিং আক্রমণে ভারসাম্য: কামব্যাক করে দুরন্ত ফর্মে রয়েছেন মহম্মদ শামি। ২৩ উইকেট পেয়েছেন বিশ্বকাপে। তবে শামি ছাড়াও ভারতের অন্যান্য বোলাররাও ভাল খেলেছেন। জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজের পাশাপাশি কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার মতো বোলার রয়েছেন। পেসার-স্পিনার ভারসাম্য রয়েছে রোহিত ব্রিগেডে। কিন্তু অ্যাডাম জাম্পা ছাড়া অজিদের সেরকম স্পিনার নেই। ভরসা করতে হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েলের উপর।

৩। দলে একাধিক ম্যাচ উইনার: শামি, কোহলি থেকে শুরু করে রবীন্দ্র জাদেজা। একা হাতে ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন ভারতীয় দলের একাধিক সদস্য। কিন্তু অজ ব্রিগেডে সেরকম চাপের মুখে জ্বলে ওঠা ক্রিকেটার নেই। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংস ছাড়া একা হাতে ম্যাচ বের করে নেওয়ার মতো দক্ষতা চোখে পড়েনি অজি ব্রিগেডে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

১২ বছর পর ফের বিশ্বজয়ীর লক্ষ্যে এগোচ্ছে ভারত

পোস্ট হয়েছে : ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক: ১২ বছর পর ফের বিশ্বজয়ী হওয়ার লক্ষ্যে এগোচ্ছে ভারত। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে মেন ইন ব্লু। আর একটা ম্যাচ জিতলেই বিশ্বচ্যাম্পিয়নের তাজ বিরাট-রোহিতদের মাথায়। ক্রিকেটবোদ্ধাদের মতে, ফেভারিট হিসাবেই ফাইনালে রোহিত ব্রিগেড। মেগাম্যাচের আগে অন্তত তিনটি ক্ষেত্রে অজিদের চেয়ে এগিয়ে ভার‍ত (India vs Australia)।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিতরা। মাত্র ২০০ রানের টার্গেট তাড়া করতে গিয়েও হিমশিম খেয়ে গিয়েছিল দলের টপ অর্ডার ব্যাটিং। তবে পরের ম্যাচগুলো থেকে দাপটের সঙ্গে ম্যাচ জিতেছে ভারত। অন্যদিকে, টুর্নামেন্টের শুরুতে টানা দুই ম্যাচ হেরেছিল অস্ট্রেলিয়া। তবে দুরন্ত কামব্যাক করে সোজা ফাইনালে অজি ব্রিগেড। মেগাম্যাচের আগে ভারতকেই এগিয়ে রাখছেন ক্রিকেটবিশেষজ্ঞরা। তার নেপথ্যে রয়েছে তিনটি কারণ।

১। শক্তিশালী ব্যাটিং লাইন আপ: টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি। দুরন্ত ফর্মে রোহিত শর্মা। পরপর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন কে এল রাহুল। সবমিলিয়ে কার্যত অপ্রতিরোধ্য দেখাচ্ছে ভারতের ব্যাটিং লাইন আপকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও প্রায় চারশো রান তুলেছিল এই ব্যাটিং। অন্যদিকে, অজি ব্যাটিং মূলত ডেভিড ওয়ার্নার ও ট্র্যাভিস হেডের উপর নির্ভরশীল। মিডল অর্ডার একেবারেই রান করতে পারছে না।

২। বোলিং আক্রমণে ভারসাম্য: কামব্যাক করে দুরন্ত ফর্মে রয়েছেন মহম্মদ শামি। ২৩ উইকেট পেয়েছেন বিশ্বকাপে। তবে শামি ছাড়াও ভারতের অন্যান্য বোলাররাও ভাল খেলেছেন। জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজের পাশাপাশি কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার মতো বোলার রয়েছেন। পেসার-স্পিনার ভারসাম্য রয়েছে রোহিত ব্রিগেডে। কিন্তু অ্যাডাম জাম্পা ছাড়া অজিদের সেরকম স্পিনার নেই। ভরসা করতে হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েলের উপর।

৩। দলে একাধিক ম্যাচ উইনার: শামি, কোহলি থেকে শুরু করে রবীন্দ্র জাদেজা। একা হাতে ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন ভারতীয় দলের একাধিক সদস্য। কিন্তু অজ ব্রিগেডে সেরকম চাপের মুখে জ্বলে ওঠা ক্রিকেটার নেই। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংস ছাড়া একা হাতে ম্যাচ বের করে নেওয়ার মতো দক্ষতা চোখে পড়েনি অজি ব্রিগেডে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: