1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : bikash halder : bikash halder
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
পতন শেয়ারবাজারে
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:১০ অপরাহ্ন

পতন শেয়ারবাজারে

  • পোস্ট হয়েছে : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৯ নভেম্বর) পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন কমেছে। আর আজ যে পরিমাণ কোম্পানির শেয়ার দর বেড়েছে তার চেয়ে বেশি সংখ্যক কোম্পানির দর কমেছে।

আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৪০.৯৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৫২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮.২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৫৩.৯৭ পয়েন্টে এবং দুই হাজার ১১০.৬৪ পয়েন্টে।

ডিএসইতে ৩০৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টির বা ১১.০৪ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১১৩টির বা ৩৬.৬৯ শতাংশের এবং ১৬১টির বা ৫২.২৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭৩ কোটি ১০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৬০ কোটি ৭৬ লাখ টাকা।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৯.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০২.০৪ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২৩.৮৭ পয়েন্ট,সিএসই-৩০ সূচক ৫৭.৩৭ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ৩.২৮ পয়েন্ট এবং সিএসআই ৪.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৬৫.৯৬ পয়েন্টে, ১৩ হাজার ২৮৪.৬৮ পয়েন্টে, একহাজার ৩০২.৯১ পয়েন্টে এবং একহাজার ১৬৯.১৯ পয়েন্টে।

আজ সিএসইতে ১৪৬টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ৫৭টির আর অপরিবর্তিত রয়েছে ৬৫টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ৭ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ