1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : bikash halder : bikash halder
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
আমার প্রত্যাশা ইনশাআল্লাহ আমি মনোনয়ন পাবো: মাহি
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:২৪ অপরাহ্ন

আমার প্রত্যাশা ইনশাআল্লাহ আমি মনোনয়ন পাবো: মাহি

  • পোস্ট হয়েছে : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
print sharing button

বিনোদন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের জন্য গত ১৮ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

সাংবাদিকদের মাহি বলেন, আমার প্রত্যাশা ইনশাআল্লাহ আমি মনোনয়ন পাবো। যদি আমি মনোনয়ন পাই তাহলে আমার প্রথম কাজ হবে, যেহেতু আমার এলাকা একটি কৃষি এলাকা, তাই আমি চেষ্টা করবো তারা যেন পণ্যের ন্যায্য মূল্য পায়। আমার চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটা নারী যেন কর্মসংস্থান হয় সেটা নিয়ে আমি কাজ করব।

মনোনয়ন ফরম নিতে লোকজন নিয়ে আসা নির্বাচনি আচরণ বিধির লঙ্ঘন কি না সাংবাদিকের করা এমন প্রশ্নের উত্তরে মাহি বলেন, ‘এই শুভ দিনে আমার সাথে আমার এলাকার মানুষ আসবে এটাই স্বাভাবিক। আমার মনে হয় না, এটা আচরণ বিধির লঙ্ঘন।’

এদিকে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর নিজের ফেসবুকে এক পোস্টে এই নায়িকা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজকে মনোনয়ন পত্র জমা দিলাম। সবার দোয়া চাই। আমি আমার সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞ। তারা আছে বলেই আমি আছি।’

এর আগে মাহি বলেছিলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলেছি। বাকিটা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে। তিনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তবে এই আসন থেকে নির্বাচনে লড়ার জন্য আমি প্রস্তত।’

প্রসঙ্গত, ২০২২ সালে এই একই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। যদিও সেবার দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমানকে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ