ঢাকা , মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

একই আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বাবা-ছেলে

  • পোস্ট হয়েছে : ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • 16

বিজনেস আওয়ার ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসন থেকে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া ও তার ছেলে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন।

ইতোমধ্যেই বাবা এবং ছেলে উভয়েই দলের আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনে তা পূরণ করে জমাও দিয়েছেন। সুবিদ আলী ভূঁইয়ার ছেলে মোহাম্মদ আলী সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় আওয়ামী লীগের নেতাদের বরাত দিয়ে জানা গেছে, গত সোমবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনেছেন সুবিদ আলী ভূঁইয়া ও তার ছেলে মোহাম্মদ আলী সুমন। পরদিন মঙ্গলবার (২১ নভেম্বর) ফরম পূরণ করে জমা দিয়েছেন তারা। এসময় দাউদকান্দি উপজেলা এবং তিতাস উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

সুবিদ আলী ভূঁইয়া কুমিল্লা-১ আসন থেকে ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। মোহাম্মদ আলী সুমন ২০১৪ এবং ২০১৯ সালে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এ বিষয়ে মোহাম্মদ আলী সুমন বলেন, আমার বাবা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। আমি দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান। বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের দুজনের একজনকে মনোনয়ন দেবে ইনশাআল্লাহ।

কুমিল্লা-১ আসন থেকে মোট সাতজন আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তাদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরও আছেন।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

একই আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বাবা-ছেলে

পোস্ট হয়েছে : ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

বিজনেস আওয়ার ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসন থেকে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া ও তার ছেলে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন।

ইতোমধ্যেই বাবা এবং ছেলে উভয়েই দলের আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনে তা পূরণ করে জমাও দিয়েছেন। সুবিদ আলী ভূঁইয়ার ছেলে মোহাম্মদ আলী সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় আওয়ামী লীগের নেতাদের বরাত দিয়ে জানা গেছে, গত সোমবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনেছেন সুবিদ আলী ভূঁইয়া ও তার ছেলে মোহাম্মদ আলী সুমন। পরদিন মঙ্গলবার (২১ নভেম্বর) ফরম পূরণ করে জমা দিয়েছেন তারা। এসময় দাউদকান্দি উপজেলা এবং তিতাস উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

সুবিদ আলী ভূঁইয়া কুমিল্লা-১ আসন থেকে ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। মোহাম্মদ আলী সুমন ২০১৪ এবং ২০১৯ সালে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এ বিষয়ে মোহাম্মদ আলী সুমন বলেন, আমার বাবা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। আমি দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান। বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের দুজনের একজনকে মনোনয়ন দেবে ইনশাআল্লাহ।

কুমিল্লা-১ আসন থেকে মোট সাতজন আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তাদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরও আছেন।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: