ঢাকা , বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কাশিমপুর কারাগারে বিএনপি নেতার মৃত্যু

  • পোস্ট হয়েছে : ১২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • 2

বিজনেস আওয়ার প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরের মোহরা ওয়ার্ড বিএনপির সহসভাপতি গোলাপুর রহমান (৬৩) ঢাকার কাশিমপুর কারাগারে মৃত্যুবরণ করেছেন।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে তিনি মারা যান। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ অক্টোবর রাজধানীর ঢাকার মহাসমাবেশের আগেরদিন ২৭ অক্টোবর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পল্টন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর আদালতের মাধ্যমে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

এদিকে চট্টগ্রাম মহানগর বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা ইদ্রিস আলী জানান, গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে যোগ দিতে দুদিন আগে ঢাকায় গিয়েছিলেন গোলাপুর রহমান। সমাবেশের আগের দিন সন্ধ্যায় চাঁন্দগাও থানা বিএনপির সভাপতি মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আজম এবং গোলাপুর রহমানসহ সাতজনকে নয়াপল্টনের বিএনপি অফিসের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে কাশিমপুর কারাগারে ছিলেন গোলাপুর। শনিবার সন্ধ্যা ৭টার দিকে কাশিমপুর কারা কর্তৃপক্ষ টেলিফোনে গোলাপুর রহমানের মৃত্যুর বিষয়টি তার পরিবারের সদস্যদের জানান।

তিনি আরও জানান, কাশিমপুর কারাগারের পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে দুপুর ২টার দিকে গোলাপুর রহমান কারা সেলে অসুস্থবোধ করেন। তাকে কারা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মরদেহ গ্রহণের জন্য পরিবারের সদস্যদের কাশিমপুর কারাগারে যেতে বলা হয়েছে। বাবার মৃত্যুর খবর পেয়ে গোলাপুর রহমানের সন্তানরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানান ইদ্রিস আলী।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন গোলাপুর রহমান। তাকে উদ্ধার করে কারা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে কারা অ্যাম্বুলেন্সে দ্রুত গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে পল্টন থানায় বিস্ফোরক আইনে মামলা ছিল।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বলেন, আইনিপ্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কাশিমপুর কারাগারে বিএনপি নেতার মৃত্যু

পোস্ট হয়েছে : ১২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরের মোহরা ওয়ার্ড বিএনপির সহসভাপতি গোলাপুর রহমান (৬৩) ঢাকার কাশিমপুর কারাগারে মৃত্যুবরণ করেছেন।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে তিনি মারা যান। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ অক্টোবর রাজধানীর ঢাকার মহাসমাবেশের আগেরদিন ২৭ অক্টোবর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পল্টন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর আদালতের মাধ্যমে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

এদিকে চট্টগ্রাম মহানগর বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা ইদ্রিস আলী জানান, গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে যোগ দিতে দুদিন আগে ঢাকায় গিয়েছিলেন গোলাপুর রহমান। সমাবেশের আগের দিন সন্ধ্যায় চাঁন্দগাও থানা বিএনপির সভাপতি মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আজম এবং গোলাপুর রহমানসহ সাতজনকে নয়াপল্টনের বিএনপি অফিসের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে কাশিমপুর কারাগারে ছিলেন গোলাপুর। শনিবার সন্ধ্যা ৭টার দিকে কাশিমপুর কারা কর্তৃপক্ষ টেলিফোনে গোলাপুর রহমানের মৃত্যুর বিষয়টি তার পরিবারের সদস্যদের জানান।

তিনি আরও জানান, কাশিমপুর কারাগারের পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে দুপুর ২টার দিকে গোলাপুর রহমান কারা সেলে অসুস্থবোধ করেন। তাকে কারা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মরদেহ গ্রহণের জন্য পরিবারের সদস্যদের কাশিমপুর কারাগারে যেতে বলা হয়েছে। বাবার মৃত্যুর খবর পেয়ে গোলাপুর রহমানের সন্তানরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানান ইদ্রিস আলী।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন গোলাপুর রহমান। তাকে উদ্ধার করে কারা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে কারা অ্যাম্বুলেন্সে দ্রুত গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে পল্টন থানায় বিস্ফোরক আইনে মামলা ছিল।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বলেন, আইনিপ্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: