ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আজ পাপনের সঙ্গে বৈঠকে বসছেন তামিম

  • পোস্ট হয়েছে : ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • 14

স্পের্টিস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনার আবার ফিরেন দেশের হয়ে ক্রিকেট খেলায়। তবে বোর্ডের সাথে দ্বন্দ্বের কারণে ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি তার। এরপর আর মাঠেই ফিরেননি তিনি। সবমিলিয়ে তামিমের ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এ নিয়ে আজ (রোববার) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তামিমের।

কিউইদের সঙ্গে বর্তমানে বাংলাদেশ দল টেস্ট সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে। আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর) থেকে দু’দলের প্রথম টেস্ট শুরু হবে সিলেটে। পরে ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট খেলে টাইগাররা উড়াল দেবে কেইন উইলিয়ামসনদের দেশে। সেই সিরিজের দলে থাকা ক্রিকেটারদের নামও প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। তবে সেখানেও তামিম খেলবেন না জানিয়ে দেওয়ায় অনিশ্চয়তা রয়েছে তার জাতীয় দলে ফেরা নিয়ে!

সেসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ বিসিবি সভাপতির বাসভবনে আলোচনায় বসার কথা রয়েছে তামিমের। এর আগে বিসিবির সঙ্গে তার সভা হওয়ার কথা ছিল গেল ২২ নভেম্বরে। যদিও সেই বৈঠক এখনও হয়নি। জানা গেছে, আজ দুপক্ষের বৈঠকে নির্ধারণ হতে পারে তামিমের পরবর্তী সিদ্ধান্ত। তবে বৈঠক শুরুর সময় নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, ধারণা করা হচ্ছে ২০২৪ সালের বিপিএল দিয়ে আবারও ২২ গজে প্রত্যাবর্তন করবেন তামিম। বিপিএলে তার দল ফরচুন বরিশালও তাকে নিয়ে বেশ আশাবাদী। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তামিম। যদিও সেখানে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। ফেসবুক পোস্টে তামিম লিখেছিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।’

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আজ পাপনের সঙ্গে বৈঠকে বসছেন তামিম

পোস্ট হয়েছে : ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

স্পের্টিস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনার আবার ফিরেন দেশের হয়ে ক্রিকেট খেলায়। তবে বোর্ডের সাথে দ্বন্দ্বের কারণে ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি তার। এরপর আর মাঠেই ফিরেননি তিনি। সবমিলিয়ে তামিমের ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এ নিয়ে আজ (রোববার) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তামিমের।

কিউইদের সঙ্গে বর্তমানে বাংলাদেশ দল টেস্ট সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে। আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর) থেকে দু’দলের প্রথম টেস্ট শুরু হবে সিলেটে। পরে ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট খেলে টাইগাররা উড়াল দেবে কেইন উইলিয়ামসনদের দেশে। সেই সিরিজের দলে থাকা ক্রিকেটারদের নামও প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। তবে সেখানেও তামিম খেলবেন না জানিয়ে দেওয়ায় অনিশ্চয়তা রয়েছে তার জাতীয় দলে ফেরা নিয়ে!

সেসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ বিসিবি সভাপতির বাসভবনে আলোচনায় বসার কথা রয়েছে তামিমের। এর আগে বিসিবির সঙ্গে তার সভা হওয়ার কথা ছিল গেল ২২ নভেম্বরে। যদিও সেই বৈঠক এখনও হয়নি। জানা গেছে, আজ দুপক্ষের বৈঠকে নির্ধারণ হতে পারে তামিমের পরবর্তী সিদ্ধান্ত। তবে বৈঠক শুরুর সময় নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, ধারণা করা হচ্ছে ২০২৪ সালের বিপিএল দিয়ে আবারও ২২ গজে প্রত্যাবর্তন করবেন তামিম। বিপিএলে তার দল ফরচুন বরিশালও তাকে নিয়ে বেশ আশাবাদী। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তামিম। যদিও সেখানে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। ফেসবুক পোস্টে তামিম লিখেছিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।’

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: