ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আজ দেশে আসছেন দ্রুততম মানব ইমরানুর

  • পোস্ট হয়েছে : ১২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • 6

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের দ্রুততম মানবের খেতাব আগে থেকেই ছিল ইমরানুর রহমানের নামের পাশে। ১৬তম জাতীয় সামার অ্যাথলেটিকসেও সেই অর্জন ধরে রাখলেন তিনি। তিনি পরিবার নিয়ে ইংল্যান্ডে থাকেন। আজ বিকেলে কয়েক দিনের সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন তিনি। গতকাল ইংল্যান্ড থেকে ঢাকায় আসার ব্যাপারটি নিশ্চিত করেছেন ইমরান নিজেই।

বাংলাদেশে অ্যাথলেটিক্সে কোনো মিট না থাকলে তিনি সাধারণত আসেন না৷ এখন অ্যাথলেটিক্সে জাতীয় কোনো প্রতিযোগিতা নেই। এরপরও অল্প কয়েক দিনের জন্য ঢাকা আসছেন। এই সফর সম্পর্কে বলেন,’ব্যক্তিগত কিছু কাজে খুব স্বল্প সময়ের জন্য আসছি’-বলেন ইমরান।

ব্যক্তিগত সফর হলেও ইমরানের আগমন নিয়ে অবগত অ্যাথলেটিক্স ফেডারেশন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলছে জাতীয় দলের ক্যাম্প। সেখানে ইমরানের জন্য ব্যবস্থা রাখছে ফেডারেশন, ‘আমাদের ক্যাম্প চলমান। সে ঢাকায় থাকাবস্থায় অনুশীলন করতে চাইলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করবে।’

এক সপ্তাহের কম সময় তিনি বাংলাদেশে অবস্থান করতে পারেন। কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি কিছু ব্যক্তিগত ডকুমেন্টস তৈরির কাজও রয়েছে বাংলাদেশের দ্রুততম মানবের।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আজ দেশে আসছেন দ্রুততম মানব ইমরানুর

পোস্ট হয়েছে : ১২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের দ্রুততম মানবের খেতাব আগে থেকেই ছিল ইমরানুর রহমানের নামের পাশে। ১৬তম জাতীয় সামার অ্যাথলেটিকসেও সেই অর্জন ধরে রাখলেন তিনি। তিনি পরিবার নিয়ে ইংল্যান্ডে থাকেন। আজ বিকেলে কয়েক দিনের সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন তিনি। গতকাল ইংল্যান্ড থেকে ঢাকায় আসার ব্যাপারটি নিশ্চিত করেছেন ইমরান নিজেই।

বাংলাদেশে অ্যাথলেটিক্সে কোনো মিট না থাকলে তিনি সাধারণত আসেন না৷ এখন অ্যাথলেটিক্সে জাতীয় কোনো প্রতিযোগিতা নেই। এরপরও অল্প কয়েক দিনের জন্য ঢাকা আসছেন। এই সফর সম্পর্কে বলেন,’ব্যক্তিগত কিছু কাজে খুব স্বল্প সময়ের জন্য আসছি’-বলেন ইমরান।

ব্যক্তিগত সফর হলেও ইমরানের আগমন নিয়ে অবগত অ্যাথলেটিক্স ফেডারেশন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলছে জাতীয় দলের ক্যাম্প। সেখানে ইমরানের জন্য ব্যবস্থা রাখছে ফেডারেশন, ‘আমাদের ক্যাম্প চলমান। সে ঢাকায় থাকাবস্থায় অনুশীলন করতে চাইলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করবে।’

এক সপ্তাহের কম সময় তিনি বাংলাদেশে অবস্থান করতে পারেন। কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি কিছু ব্যক্তিগত ডকুমেন্টস তৈরির কাজও রয়েছে বাংলাদেশের দ্রুততম মানবের।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: