ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএল দিয়েই মাঠে ফেরার ঘোষণা তামিমের

  • পোস্ট হয়েছে : ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • 8

স্পোর্টস ডেস্ক: সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে একদম হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট দল থেকে বাদ পড়ে যান টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর নিজেকে সরিয়ে নেন জাতীয় ক্রিকেট লিগ ও নিউজিল্যান্ড সিরিজ থেকেও। প্রশ্ন উঠতে থাকে তামিম কী আবারও অবসর নিতে যাচ্ছেন না কি? অবশেষে তামিম নিজেই সেসব প্রশ্নের ইতি টানিয়ে জানালেন কবে ফিরছেন খেলার মাঠে।

বিসিবি বসের সাথে রুদ্ধদ্বার বৈঠকের কয়েকঘন্টা পর নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের এই তারকা ক্রিকেটার।

তিনি জানান, মূলত আগে থেকেই বিসিবির সভাপতি পাপনের সঙ্গে বৈঠক করার কথা ছিল। তবে সময় না পাওয়ায় সেটা আজ হয়েছে। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে (বিপিএল) আবারও মাঠে ফিরবেন তিনি।

এদিকে আজ দুপুরে বিসিবি সভাপতি পাপন জানিয়েছিলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’

বিশ্বকাপের আগে হওয়া ঘরের মাঠে হওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন তামিম। এরপর আর টাইগার ওপেনারকে লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি। নানা নাটকীয়কতায় শেষ পর্যন্ত ছিলেন না বিশ্বকাপ দলেও। পরে ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও নিজের নাম সরিয়ে নেন তামিম।

এই সময়ে কোনো ঘরোয়া ক্রিকেট কিংবা আনুষ্ঠানিক কোনো ম্যাচও খেলেননি তামিম। এবার জানিয়েছেন– নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ফরম্যাটের অ্যাওয়ে সিরিজেও তিনি দলে থাকছেন না।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিপিএল দিয়েই মাঠে ফেরার ঘোষণা তামিমের

পোস্ট হয়েছে : ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক: সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে একদম হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট দল থেকে বাদ পড়ে যান টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর নিজেকে সরিয়ে নেন জাতীয় ক্রিকেট লিগ ও নিউজিল্যান্ড সিরিজ থেকেও। প্রশ্ন উঠতে থাকে তামিম কী আবারও অবসর নিতে যাচ্ছেন না কি? অবশেষে তামিম নিজেই সেসব প্রশ্নের ইতি টানিয়ে জানালেন কবে ফিরছেন খেলার মাঠে।

বিসিবি বসের সাথে রুদ্ধদ্বার বৈঠকের কয়েকঘন্টা পর নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের এই তারকা ক্রিকেটার।

তিনি জানান, মূলত আগে থেকেই বিসিবির সভাপতি পাপনের সঙ্গে বৈঠক করার কথা ছিল। তবে সময় না পাওয়ায় সেটা আজ হয়েছে। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে (বিপিএল) আবারও মাঠে ফিরবেন তিনি।

এদিকে আজ দুপুরে বিসিবি সভাপতি পাপন জানিয়েছিলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’

বিশ্বকাপের আগে হওয়া ঘরের মাঠে হওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন তামিম। এরপর আর টাইগার ওপেনারকে লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি। নানা নাটকীয়কতায় শেষ পর্যন্ত ছিলেন না বিশ্বকাপ দলেও। পরে ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও নিজের নাম সরিয়ে নেন তামিম।

এই সময়ে কোনো ঘরোয়া ক্রিকেট কিংবা আনুষ্ঠানিক কোনো ম্যাচও খেলেননি তামিম। এবার জানিয়েছেন– নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ফরম্যাটের অ্যাওয়ে সিরিজেও তিনি দলে থাকছেন না।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: