ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দেরিতে হলেও বেতন পেলেন নারী ক্রিকেটাররা

  • পোস্ট হয়েছে : ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • 6

স্পোর্টস ডেস্ক: বিগত ৫ মাস ধরে বেতন পাননি নারী ক্রিকেটাররা। এনিয়ে কম আলোচনা হয়নি। জাতীয় দলের ক্রিকেটাররা বেতনহীন থাকার বিষয়টি বেশ সমালোচিত হয়েছিল। তবে এ সংক্রান্ত জটিলতার অবসান ঘটেছে। দীর্ঘ অপেক্ষার পর তাদের বেতন পৌঁছে দিয়েছে বিসিবি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেটে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টেস্টের প্রথমদিনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম নাদেল বিষয়টি নিশ্চিত করেন।

বিসিবির এই পরিচালক বলেন, ‘দেখুন, আমরা নারী উইং থেকে যে প্রস্তাবনাটা বোর্ডে উপস্থাপন করেছিলাম। সে জায়গায় একটু সংযোজনের বিষয় ছিল। সেই কারণে আসলে অনাকাঙ্ক্ষিতভাবে দেরি হয়ে যায়। এবং বেশ দেরি হয়। আমরা যখনই বিষয়টা জানতে পারি, বোর্ড সভাপতি ও সিইওর সঙ্গে কথা বলেছি। তারপরে সেটা প্রসেস হয়েছে এবং আমি যতটুকু জানি খেলোয়াড়দের বেতন তাদের অ্যাকাউন্টে চলে গেছে।’

বেতনের পাশাপাশি নারী ক্রিকেটারদের বোনাসের কথাও নিশ্চিত করেছেন নাদেল, ‘তাদের কাছে বোর্ডের পক্ষ থেকে কমিটমেন্ট ছিল সেটা দেওয়া হয়েছে। পাকিস্তানের সঙ্গে দুই ফরম্যাটেই সিরিজ জেতার পর দল ও ভালো পারফরম্যান্স করেছে, কোচসহ অন্যান্য যারা ছিলেন তাদেরও বোনাসটা দেওয়া হয়েছে। আমি যেহেতু নারী উইংয়ের দায়িত্বে আছি, এই যে বিলম্ব হলো, এই দায়টা আমার এড়ানোর কোনো সুযোগ নেই।’

তবে এমন বিলম্বের বিষয়ে নিজেদের দায়ও মেনে নিয়েছেন বিসিবির এই পরিচালক, ‘দুঃখজনকভাবে আমাকে কেউ বিষয়টি অবহিত করেনি। আমাদের উইংস থেকে নামটা পাঠিয়ে দিয়েছি আমাদের ওই সময় আর করণীয় ছিল না। প্লেয়াররাও যেহেতু সিরিজের মধ্যে ছিল, তাদেরও ব্যস্ততা ছিল তারাও কেউ কিন্তু বিষয়টা আমাদের অবহিত করেনি।’

‘আমাদের যদি একটু অবহিত করতো, আমরা নিশ্চিত হয়তো তড়িৎ পদক্ষেপ নিতে পারতাম। আমরা যতই জেন্ডার নিয়ে কথা বলি না কেন। আমরা মুখে যেটা বলি, কার্যকলাপের মধ্যে দিয়ে সেটা খুব সামঞ্জস্যপূর্ণ হয় না এটা আমাদের সকলকে মেনে নিতে হবে।’ শেষ পর্যন্ত কিছুটা দেরি হলেও নিজেদের প্রাপ্য বুঝে পেয়েছেন জ্যোতি-ফারজানারা।

বিজনেসআওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দেরিতে হলেও বেতন পেলেন নারী ক্রিকেটাররা

পোস্ট হয়েছে : ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক: বিগত ৫ মাস ধরে বেতন পাননি নারী ক্রিকেটাররা। এনিয়ে কম আলোচনা হয়নি। জাতীয় দলের ক্রিকেটাররা বেতনহীন থাকার বিষয়টি বেশ সমালোচিত হয়েছিল। তবে এ সংক্রান্ত জটিলতার অবসান ঘটেছে। দীর্ঘ অপেক্ষার পর তাদের বেতন পৌঁছে দিয়েছে বিসিবি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেটে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টেস্টের প্রথমদিনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম নাদেল বিষয়টি নিশ্চিত করেন।

বিসিবির এই পরিচালক বলেন, ‘দেখুন, আমরা নারী উইং থেকে যে প্রস্তাবনাটা বোর্ডে উপস্থাপন করেছিলাম। সে জায়গায় একটু সংযোজনের বিষয় ছিল। সেই কারণে আসলে অনাকাঙ্ক্ষিতভাবে দেরি হয়ে যায়। এবং বেশ দেরি হয়। আমরা যখনই বিষয়টা জানতে পারি, বোর্ড সভাপতি ও সিইওর সঙ্গে কথা বলেছি। তারপরে সেটা প্রসেস হয়েছে এবং আমি যতটুকু জানি খেলোয়াড়দের বেতন তাদের অ্যাকাউন্টে চলে গেছে।’

বেতনের পাশাপাশি নারী ক্রিকেটারদের বোনাসের কথাও নিশ্চিত করেছেন নাদেল, ‘তাদের কাছে বোর্ডের পক্ষ থেকে কমিটমেন্ট ছিল সেটা দেওয়া হয়েছে। পাকিস্তানের সঙ্গে দুই ফরম্যাটেই সিরিজ জেতার পর দল ও ভালো পারফরম্যান্স করেছে, কোচসহ অন্যান্য যারা ছিলেন তাদেরও বোনাসটা দেওয়া হয়েছে। আমি যেহেতু নারী উইংয়ের দায়িত্বে আছি, এই যে বিলম্ব হলো, এই দায়টা আমার এড়ানোর কোনো সুযোগ নেই।’

তবে এমন বিলম্বের বিষয়ে নিজেদের দায়ও মেনে নিয়েছেন বিসিবির এই পরিচালক, ‘দুঃখজনকভাবে আমাকে কেউ বিষয়টি অবহিত করেনি। আমাদের উইংস থেকে নামটা পাঠিয়ে দিয়েছি আমাদের ওই সময় আর করণীয় ছিল না। প্লেয়াররাও যেহেতু সিরিজের মধ্যে ছিল, তাদেরও ব্যস্ততা ছিল তারাও কেউ কিন্তু বিষয়টা আমাদের অবহিত করেনি।’

‘আমাদের যদি একটু অবহিত করতো, আমরা নিশ্চিত হয়তো তড়িৎ পদক্ষেপ নিতে পারতাম। আমরা যতই জেন্ডার নিয়ে কথা বলি না কেন। আমরা মুখে যেটা বলি, কার্যকলাপের মধ্যে দিয়ে সেটা খুব সামঞ্জস্যপূর্ণ হয় না এটা আমাদের সকলকে মেনে নিতে হবে।’ শেষ পর্যন্ত কিছুটা দেরি হলেও নিজেদের প্রাপ্য বুঝে পেয়েছেন জ্যোতি-ফারজানারা।

বিজনেসআওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: