ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গণতন্ত্রের লড়াইয়ে বিএনপি অবশ্যই বিজয়ী হবে

  • পোস্ট হয়েছে : ০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • 9

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, চলমান আন্দোলন দমনে সরকার বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে। কিন্তু জোর করে আন্দোলন বন্ধ করা যাবে না। গণতন্ত্রের লড়াইয়ে বিএনপি অবশ্যই বিজয়ী হবে।

শুক্রবার (১ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, দেশে গণতন্ত্র নেই বলে সব শ্রেণি-পেশার মানুষ নিজেদের অধিকার থেকে বঞ্চিত। অতীতেও মানুষ অধিকার হারিয়েছে, আবার তা আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে এনেছে। শিগগিরই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মানুষ এবারও অধিকার আদায় করবে।

এসময় নজরুল ইসলাম খান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তির দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দীন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।

বিজনেস আওয়ার/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গণতন্ত্রের লড়াইয়ে বিএনপি অবশ্যই বিজয়ী হবে

পোস্ট হয়েছে : ০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, চলমান আন্দোলন দমনে সরকার বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে। কিন্তু জোর করে আন্দোলন বন্ধ করা যাবে না। গণতন্ত্রের লড়াইয়ে বিএনপি অবশ্যই বিজয়ী হবে।

শুক্রবার (১ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, দেশে গণতন্ত্র নেই বলে সব শ্রেণি-পেশার মানুষ নিজেদের অধিকার থেকে বঞ্চিত। অতীতেও মানুষ অধিকার হারিয়েছে, আবার তা আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে এনেছে। শিগগিরই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মানুষ এবারও অধিকার আদায় করবে।

এসময় নজরুল ইসলাম খান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তির দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দীন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।

বিজনেস আওয়ার/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: