ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

এমএফএস অ্যাকাউন্টে রেমিট্যান্সের সীমা দ্বিগুণ করল কেন্দ্রীয় ব্যাংক

  • পোস্ট হয়েছে : ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • 7

বিজনেস আওয়ার ডেস্ক: বৈধ চ্যানেলে আসা রেমিট্যান্সের অর্থ সরাসরি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) হিসাবের মাধ্যমে বিতরণের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এমএফএসের মাধ্যমে একবারে সর্বোচ্চ আড়াই লাখ টাকা বিতরণ করতে পারবে। আবার রেমিট্যান্স আসার কারণে অ্যাকাউন্টের স্থিতি ৩ লাখ টাকা পার হতে পারবে। গতকাল বুধবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

ডলার সংকটের এ সময়ে বৈধ উপায়ে রেমিট্যান্স বাড়ানোর চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি রেমিট্যান্সের সুবিধাভোগীর নামে ডলারে অ্যাকাউন্ট খোলার সুযোগ, আরএফসিডি হিসাবের সুবিধা বাড়ানোসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে হুন্ডি ও অর্থ পাচার ঠেকানোর কার্যকর পদক্ষেপ না নিয়ে এসব উদ্যোগে তেমন কাজ হচ্ছে না। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বৈধ উপায়ে ৮৮১ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ের চেয়ে যা ২ কোটি ডলার বা শূন্য দশমিক ২২ শতাংশ বেশি।

একটি সময় ব্যাংকিং চ্যানেলে আসা রেমিট্যান্সের টাকা ব্যাংকিং চ্যানেলে বিতরণ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা ছিল না। ২০১৯ সালের ২ ডিসেম্বরের এক নির্দেশনায় ব্যাংকিং চ্যানেলে আসা রেমিট্যান্সের সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার টাকা সরাসরি সুবিধাভোগীর এমএফএস হিসাবে বিতরণ করা যাবে বলা হয়। এখন তা বাড়িয়ে আড়াই লাখ টাকা করা হয়েছে। সর্বোচ্চ এ সীমা নগদ প্রণোদনার অর্থ ছাড়াই হিসাব করতে হবে।

বিদ্যমান নিয়মে একটি এমএফএস হিসাবে সর্বোচ্চ ৩ লাখ টাকা স্থিতি রাখার সুযোগ রয়েছে। গতকালের সার্কুলারে বলা হয়েছে, রেমিট্যান্স গ্রহণের ফলে কোনো সুবিধাভোগীর হিসাবের স্থিতি ৩ লাখ টাকা অতিক্রম করলে পুনরায় এর নির্ধারিত সীমায় না আসা পর্যন্ত নতুন করে কোনো ক্যাশ ইন বা অ্যাড মানি করা যাবে না। রেমিট্যান্স ছাড়া অন্য কোনো ক্ষেত্রে স্থিতি নির্ধারিত সীমার ওপরে নেওয়া যাবে না।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এমএফএস অ্যাকাউন্টে রেমিট্যান্সের সীমা দ্বিগুণ করল কেন্দ্রীয় ব্যাংক

পোস্ট হয়েছে : ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

বিজনেস আওয়ার ডেস্ক: বৈধ চ্যানেলে আসা রেমিট্যান্সের অর্থ সরাসরি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) হিসাবের মাধ্যমে বিতরণের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এমএফএসের মাধ্যমে একবারে সর্বোচ্চ আড়াই লাখ টাকা বিতরণ করতে পারবে। আবার রেমিট্যান্স আসার কারণে অ্যাকাউন্টের স্থিতি ৩ লাখ টাকা পার হতে পারবে। গতকাল বুধবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

ডলার সংকটের এ সময়ে বৈধ উপায়ে রেমিট্যান্স বাড়ানোর চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি রেমিট্যান্সের সুবিধাভোগীর নামে ডলারে অ্যাকাউন্ট খোলার সুযোগ, আরএফসিডি হিসাবের সুবিধা বাড়ানোসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে হুন্ডি ও অর্থ পাচার ঠেকানোর কার্যকর পদক্ষেপ না নিয়ে এসব উদ্যোগে তেমন কাজ হচ্ছে না। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বৈধ উপায়ে ৮৮১ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ের চেয়ে যা ২ কোটি ডলার বা শূন্য দশমিক ২২ শতাংশ বেশি।

একটি সময় ব্যাংকিং চ্যানেলে আসা রেমিট্যান্সের টাকা ব্যাংকিং চ্যানেলে বিতরণ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা ছিল না। ২০১৯ সালের ২ ডিসেম্বরের এক নির্দেশনায় ব্যাংকিং চ্যানেলে আসা রেমিট্যান্সের সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার টাকা সরাসরি সুবিধাভোগীর এমএফএস হিসাবে বিতরণ করা যাবে বলা হয়। এখন তা বাড়িয়ে আড়াই লাখ টাকা করা হয়েছে। সর্বোচ্চ এ সীমা নগদ প্রণোদনার অর্থ ছাড়াই হিসাব করতে হবে।

বিদ্যমান নিয়মে একটি এমএফএস হিসাবে সর্বোচ্চ ৩ লাখ টাকা স্থিতি রাখার সুযোগ রয়েছে। গতকালের সার্কুলারে বলা হয়েছে, রেমিট্যান্স গ্রহণের ফলে কোনো সুবিধাভোগীর হিসাবের স্থিতি ৩ লাখ টাকা অতিক্রম করলে পুনরায় এর নির্ধারিত সীমায় না আসা পর্যন্ত নতুন করে কোনো ক্যাশ ইন বা অ্যাড মানি করা যাবে না। রেমিট্যান্স ছাড়া অন্য কোনো ক্ষেত্রে স্থিতি নির্ধারিত সীমার ওপরে নেওয়া যাবে না।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: