ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট ওসমানীতে বিমানের সিটের নিচে মিলল বিপুল সোনা

  • পোস্ট হয়েছে : ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • 4

বিজনেস আওয়ার প্রতিবেদক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিটের নিচ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস। শুক্রবার সকালে এসব স্বর্ণ জব্দ করা হয়।

বিমানবন্দর কাস্টমসের সহকারী পরিচালক সাজেদুল করিম জানান, বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে সিলেটগামী ফ্লাইটে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ আনা হচ্ছে এমন খবর ছিল। সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাইটটি সিলেটে অবতরণ করলে এয়ারপোর্ট কাস্টমস, শুল্ক গোয়েন্দা বিভাগ ও এনএসআই কর্মকর্তারা একযোগে অভিযান চালিয়ে ফ্লাইটের দুটি সিটের নিচ থেকে প্রথমে বেশ কিছু স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের আনুমানিক ওজন প্রায় ২৩ কেজি।

তিনি জানান, পরে ফ্লাইটটিতে আরও কিছু স্বর্ণের বার মিলেছে। সবগুলোর ওজন চলছে। এ ঘটনায় ৪ যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরেও ফ্লাইটটিতে বিশেষ তল্লাশি চালানো হবে বলে এই কর্মকর্তা জানান।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সিলেট ওসমানীতে বিমানের সিটের নিচে মিলল বিপুল সোনা

পোস্ট হয়েছে : ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিটের নিচ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস। শুক্রবার সকালে এসব স্বর্ণ জব্দ করা হয়।

বিমানবন্দর কাস্টমসের সহকারী পরিচালক সাজেদুল করিম জানান, বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে সিলেটগামী ফ্লাইটে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ আনা হচ্ছে এমন খবর ছিল। সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাইটটি সিলেটে অবতরণ করলে এয়ারপোর্ট কাস্টমস, শুল্ক গোয়েন্দা বিভাগ ও এনএসআই কর্মকর্তারা একযোগে অভিযান চালিয়ে ফ্লাইটের দুটি সিটের নিচ থেকে প্রথমে বেশ কিছু স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের আনুমানিক ওজন প্রায় ২৩ কেজি।

তিনি জানান, পরে ফ্লাইটটিতে আরও কিছু স্বর্ণের বার মিলেছে। সবগুলোর ওজন চলছে। এ ঘটনায় ৪ যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরেও ফ্লাইটটিতে বিশেষ তল্লাশি চালানো হবে বলে এই কর্মকর্তা জানান।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: