ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের টেস্ট দলের নেতৃত্বেও আফ্রিদি

  • পোস্ট হয়েছে : ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • 7

স্পোর্টস ডেস্ক: গত মাসে ভারতে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান। যে কারণে সমালোচনার মুখে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেন দলটির তারকা ব্যাটসম্যান বাবর আজম।

পাকিস্তানের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর নেতৃত্ব ছেড়ে দেওয়ায় টেস্ট দলের অধিনায়ক করা হয় তারকা ব্যাটসম্যান শান মাসুদকে।

টেস্টের জন্য গতকাল বুধবার সহ-অধিনায়ক হিসেবে শাহিন শাহ আফ্রিদির নাম ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারকা এই পেসার পাকিস্তানের টি-টোয়েন্টি দলেরও অধিনায়ক।

আজ থেকে অস্ট্রেলিয়ার পার্থে শুরু হয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। চলতি সিরিজ থেকেই অধিনায়ক এবং সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন শান মাসুদ ও শাহিন শাহ আফ্রিদি।

পার্থ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে ওপেনার ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ৩৪৬ রান করেছে অস্ট্রেলিয়া।

দলের হয়ে ২১১ বলে ১৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১৬৪ রান করে ফেরেন ডেভিড ওয়ার্নার। ৪১ রান করে ফেরেন আরেক ওপেনার উসমান খাজা। ৪০ রানে আউট হন ট্রাভিস হেড। ৩১ ও ১৬ রানে ফেরেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পাকিস্তানের টেস্ট দলের নেতৃত্বেও আফ্রিদি

পোস্ট হয়েছে : ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক: গত মাসে ভারতে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান। যে কারণে সমালোচনার মুখে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেন দলটির তারকা ব্যাটসম্যান বাবর আজম।

পাকিস্তানের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর নেতৃত্ব ছেড়ে দেওয়ায় টেস্ট দলের অধিনায়ক করা হয় তারকা ব্যাটসম্যান শান মাসুদকে।

টেস্টের জন্য গতকাল বুধবার সহ-অধিনায়ক হিসেবে শাহিন শাহ আফ্রিদির নাম ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারকা এই পেসার পাকিস্তানের টি-টোয়েন্টি দলেরও অধিনায়ক।

আজ থেকে অস্ট্রেলিয়ার পার্থে শুরু হয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। চলতি সিরিজ থেকেই অধিনায়ক এবং সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন শান মাসুদ ও শাহিন শাহ আফ্রিদি।

পার্থ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে ওপেনার ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ৩৪৬ রান করেছে অস্ট্রেলিয়া।

দলের হয়ে ২১১ বলে ১৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১৬৪ রান করে ফেরেন ডেভিড ওয়ার্নার। ৪১ রান করে ফেরেন আরেক ওপেনার উসমান খাজা। ৪০ রানে আউট হন ট্রাভিস হেড। ৩১ ও ১৬ রানে ফেরেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: