ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পিকআপের ধাক্কায় গাইবান্ধায় অফিস করণিক নিহত

  • পোস্ট হয়েছে : ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • 6

বিজনেস আওয়ার প্রতিবেদক: গাইবান্ধায় অটোরিকশায় পিকআপের ধাক্কায় আব্দুস সালাম মোল্লা (৫৮) নামে এক অফিস করণিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রীসহ তিনজন। আজ শনিবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের তুলসিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত আব্দুস সালাম মোল্লা ফুলছড়ি উপজেলার খাটিয়ামারি চরের আলী আকবরের ছেলে। তিনি ঢাকা সেনানিবাসে অফিস করণিক হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।

তিনি বলেন, অটোরিকশাটি পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তুলসিঘাট নামক এলাকায় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুস সালাম নামে ওই ব্যক্তি মারা যান। এ ঘটনায় গুরতর আহত হন তার স্ত্রী রওশনারা, ছেলে ফুয়াদ ও অটোরিকশাচালক শুক্কর আলী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, মরদেহ এখনো গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বিজনেস আওয়ার/১৬ডিসেম্বর/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পিকআপের ধাক্কায় গাইবান্ধায় অফিস করণিক নিহত

পোস্ট হয়েছে : ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: গাইবান্ধায় অটোরিকশায় পিকআপের ধাক্কায় আব্দুস সালাম মোল্লা (৫৮) নামে এক অফিস করণিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রীসহ তিনজন। আজ শনিবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের তুলসিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত আব্দুস সালাম মোল্লা ফুলছড়ি উপজেলার খাটিয়ামারি চরের আলী আকবরের ছেলে। তিনি ঢাকা সেনানিবাসে অফিস করণিক হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।

তিনি বলেন, অটোরিকশাটি পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তুলসিঘাট নামক এলাকায় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুস সালাম নামে ওই ব্যক্তি মারা যান। এ ঘটনায় গুরতর আহত হন তার স্ত্রী রওশনারা, ছেলে ফুয়াদ ও অটোরিকশাচালক শুক্কর আলী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, মরদেহ এখনো গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বিজনেস আওয়ার/১৬ডিসেম্বর/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: