ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

যুব চ্যাম্পিয়নদের নিয়ে যে পরিকল্পনা বিসিবির

  • পোস্ট হয়েছে : ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • 4

স্পোর্টস ডেস্ক: ঘণ্টা খানেকের মধ্যে দেশে ফিরবে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাদের জন্য বিসিবির পক্ষ থেকে কী আয়োজন থাকছে, তা নিয়ে আগ্রহের কমতি নেই দেশের ক্রিকেট ভক্তদের। এ নিয়ে বিস্তারিত কিছু না জানালেও, মাহফুজুর রহমান রাব্বিরা দেশে ফিরলে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে বিসিবি।

আজ বিকেল সাড়ে ৪টা নাগাদ এশিয়ান চ্যাম্পিয়নরা দেশে পা রাখবে বলে জানা গেছে। তাদের সঙ্গে ফিরবেন বাংলাদেশ যুব দলের পুরো কোচিং প্যানেলও। বিমানবন্দরে পা রাখার পর বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সরাসরি নিয়ে যাওয়া হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়া কাপজয়ী দলের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি। এক বিবৃতিতে তারা এই তথ্য জানিয়েছে।

তবে বিমানবন্দরে যুব ক্রিকেটাররা পা রাখার পর সেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার সংরক্ষিত রাখার কথাও জানিয়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। একইসঙ্গে দলের প্রয়োজনীয় ছবি ও ভিডিও বিসিবির পক্ষ থেকে সরবরাহের কথা জানা গেছে।

গতকাল (রোববার) প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতে বাংলাদেশ। রাব্বির দল ফাইনালে আগে ব্যাট করে ২৮২ রানের লক্ষ্য দেয় সংযুক্ত আরব আমিরাতকে। জবাবে স্বাগতিকরা মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায়। ফলে যুব টাইগাররা প্রথম এশিয়া কাপ শিরোপার আনন্দে মাতে ১৯৫ রানের বড় ব্যবধানে জিতে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

যুব চ্যাম্পিয়নদের নিয়ে যে পরিকল্পনা বিসিবির

পোস্ট হয়েছে : ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক: ঘণ্টা খানেকের মধ্যে দেশে ফিরবে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাদের জন্য বিসিবির পক্ষ থেকে কী আয়োজন থাকছে, তা নিয়ে আগ্রহের কমতি নেই দেশের ক্রিকেট ভক্তদের। এ নিয়ে বিস্তারিত কিছু না জানালেও, মাহফুজুর রহমান রাব্বিরা দেশে ফিরলে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে বিসিবি।

আজ বিকেল সাড়ে ৪টা নাগাদ এশিয়ান চ্যাম্পিয়নরা দেশে পা রাখবে বলে জানা গেছে। তাদের সঙ্গে ফিরবেন বাংলাদেশ যুব দলের পুরো কোচিং প্যানেলও। বিমানবন্দরে পা রাখার পর বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সরাসরি নিয়ে যাওয়া হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়া কাপজয়ী দলের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি। এক বিবৃতিতে তারা এই তথ্য জানিয়েছে।

তবে বিমানবন্দরে যুব ক্রিকেটাররা পা রাখার পর সেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার সংরক্ষিত রাখার কথাও জানিয়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। একইসঙ্গে দলের প্রয়োজনীয় ছবি ও ভিডিও বিসিবির পক্ষ থেকে সরবরাহের কথা জানা গেছে।

গতকাল (রোববার) প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতে বাংলাদেশ। রাব্বির দল ফাইনালে আগে ব্যাট করে ২৮২ রানের লক্ষ্য দেয় সংযুক্ত আরব আমিরাতকে। জবাবে স্বাগতিকরা মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায়। ফলে যুব টাইগাররা প্রথম এশিয়া কাপ শিরোপার আনন্দে মাতে ১৯৫ রানের বড় ব্যবধানে জিতে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: