ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বাইসাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তথ্যমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • 2

বিজনেস আওয়ার প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) সংসদীয় আসনের প্রতীক পাওয়ার পর সড়কে সাইকেল চালিয়ে প্রচারণা শুরু করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে তার নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) এলাকায় এই প্রচারণায় অংশ নেন তিনি।

বিকেল ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে সাইকেল চালিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী, ঘাটচেক, রোয়াজারহাট, থানাসদর, কলেজগেট হয়ে মরয়মনগর চৌমুহনী গিয়ে পথসভায় অংশ নেন। দুই কিলোমিটার পথ সাইকেল চালানোর সময় দলীয় শতাধিক নেতাকর্মী সঙ্গে ছিলেন। পরে পথসভায় বক্তব্য দেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ১৯৫৪ সালে বঙ্গবন্ধু সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। তাই সাইকেল চালিয়ে আমিও নির্বাচনী প্রচারণা শুরু করলাম। দলীয় প্রতীক নৌকা, তাই কর্ণফুলী নদীতে নৌকাযোগে পাড়ি দিয়ে দলীয় প্রচারণা চালিয়েছি।

তথ্যমন্ত্রী বক্তব্যে রাঙ্গুনিয়ার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডও তুলে ধরেন। এ ছাড়া দেশে যারা নির্বাচনের বিরোধিতা করেছিল তাদেরও সমালোচনা করে মন্ত্রী বলেন, যারা নির্বাচনের বিরোধিতা করেছিল তাদের বেলুন চুপসে গেছে। এখন তাদের স্ট্রং ভিটামিন দিয়েও ফুলানো যাচ্ছে না।

এর আগে মন্ত্রী রাঙ্গুনিয়ার পোমরা এলাকার পাহাড়ের চূড়ায় সত্যপীর মাজার জিয়ারত করেন। এরপর কর্ণফুলী নদী নৌকাযোগে পাড়ি দেন। পরে নিজ গ্রাম পদুয়ায় গিয়ে পিতা-মাতা ও মুরব্বিদের কবর জিয়ারত করেন। শেষে বাইসাইকেলের সাহায্যে প্রচারণায় অংশ নেন।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাইসাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তথ্যমন্ত্রী

পোস্ট হয়েছে : ০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) সংসদীয় আসনের প্রতীক পাওয়ার পর সড়কে সাইকেল চালিয়ে প্রচারণা শুরু করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে তার নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) এলাকায় এই প্রচারণায় অংশ নেন তিনি।

বিকেল ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে সাইকেল চালিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী, ঘাটচেক, রোয়াজারহাট, থানাসদর, কলেজগেট হয়ে মরয়মনগর চৌমুহনী গিয়ে পথসভায় অংশ নেন। দুই কিলোমিটার পথ সাইকেল চালানোর সময় দলীয় শতাধিক নেতাকর্মী সঙ্গে ছিলেন। পরে পথসভায় বক্তব্য দেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ১৯৫৪ সালে বঙ্গবন্ধু সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। তাই সাইকেল চালিয়ে আমিও নির্বাচনী প্রচারণা শুরু করলাম। দলীয় প্রতীক নৌকা, তাই কর্ণফুলী নদীতে নৌকাযোগে পাড়ি দিয়ে দলীয় প্রচারণা চালিয়েছি।

তথ্যমন্ত্রী বক্তব্যে রাঙ্গুনিয়ার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডও তুলে ধরেন। এ ছাড়া দেশে যারা নির্বাচনের বিরোধিতা করেছিল তাদেরও সমালোচনা করে মন্ত্রী বলেন, যারা নির্বাচনের বিরোধিতা করেছিল তাদের বেলুন চুপসে গেছে। এখন তাদের স্ট্রং ভিটামিন দিয়েও ফুলানো যাচ্ছে না।

এর আগে মন্ত্রী রাঙ্গুনিয়ার পোমরা এলাকার পাহাড়ের চূড়ায় সত্যপীর মাজার জিয়ারত করেন। এরপর কর্ণফুলী নদী নৌকাযোগে পাড়ি দেন। পরে নিজ গ্রাম পদুয়ায় গিয়ে পিতা-মাতা ও মুরব্বিদের কবর জিয়ারত করেন। শেষে বাইসাইকেলের সাহায্যে প্রচারণায় অংশ নেন।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: