ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ির সবাই নির্বাচনী প্রচারণায়, ঘরের সব নিয়ে গেল চোর

  • পোস্ট হয়েছে : ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • 5

বিজনেস আওয়ার প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রতিটি পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আর এই প্রচারণায় নারী-পুরুষ এমনকি বয়স্করাও অংশগ্রহণ করছেন। এমনকি বাড়ির সবাই মিলে নিজের পছন্দের প্রার্থীকে খুশি করার জন্য নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন।

আর এ সুযোগে ঝোপ বুঝে কোপ মারল চোর। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুর এলাকায় আব্দুর রশিদ মোল্লা নামের এক প্রবাসীর বাড়িতে ঘটেছে এই চুরির ঘটনা। শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে কেউ ছিলেন না। তারা সবাই বলরামপুর বাজারে নির্বাচনী অফিসে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে দেখতে পান ঘরের তালা ভাঙা। চোরেরা ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে।

প্রবাসীর স্ত্রী বিউটি বেগম জানান, মেয়েসহ তারা বলরামপুর বাজারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে দেখেন চোররা ঘরের তালা ভেঙে সব চুরি করে নিয়ে গেছে। ঘরে নগদ ৯ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ছিল। সবমিলিয়ে ২৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোর।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, এমন খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। পরে বিস্তারিত জানাতে পারব।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাড়ির সবাই নির্বাচনী প্রচারণায়, ঘরের সব নিয়ে গেল চোর

পোস্ট হয়েছে : ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রতিটি পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আর এই প্রচারণায় নারী-পুরুষ এমনকি বয়স্করাও অংশগ্রহণ করছেন। এমনকি বাড়ির সবাই মিলে নিজের পছন্দের প্রার্থীকে খুশি করার জন্য নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন।

আর এ সুযোগে ঝোপ বুঝে কোপ মারল চোর। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুর এলাকায় আব্দুর রশিদ মোল্লা নামের এক প্রবাসীর বাড়িতে ঘটেছে এই চুরির ঘটনা। শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে কেউ ছিলেন না। তারা সবাই বলরামপুর বাজারে নির্বাচনী অফিসে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে দেখতে পান ঘরের তালা ভাঙা। চোরেরা ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে।

প্রবাসীর স্ত্রী বিউটি বেগম জানান, মেয়েসহ তারা বলরামপুর বাজারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে দেখেন চোররা ঘরের তালা ভেঙে সব চুরি করে নিয়ে গেছে। ঘরে নগদ ৯ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ছিল। সবমিলিয়ে ২৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোর।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, এমন খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। পরে বিস্তারিত জানাতে পারব।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: