ঢাকা , শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আজকের এই দিনের (২৯ ডিসেম্বর) এক নজরে দেখে আসি সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

  • পোস্ট হয়েছে : ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • 1

বিজনেস আওয়ার ডেস্ক: বর্তমান বিশ্বের প্রতিদিনই ঘটে যায় বিভিন্ন ধরনের ঘটনা, যার মধ্যে কিছুটা আলোচনায় আসে । তাই পাঠকদের সুবিধার্থে আজকের এই দিনের (২৯ ডিসেম্বর) এক নজরে দেখে আসি সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ-

চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন নৌবাহিনীর সাবেক প্রধান ডং জুন:
চলতি বছরের অক্টোবরে নিখোঁজ প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে অব্যাহতি দিয়েছিল চীন। এরপর থেকেই পদটি ফাঁকা পড়ে ছিল। পরে দ্য ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির একটি স্ট্যান্ডিং বৈঠকে ডং জুনকে প্রতিরক্ষামন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মার্চে সেনজেন জোনে প্রবেশ করবে রোমানিয়া-বুলগেরিয়া:
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাসপোর্টমুক্ত অঞ্চল শেনজেনে ঢুকতে যাচ্ছে রোমানিয়া ও বুলগেরিয়া। ২০২৪ সালের মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন রোমানিয়ার প্রধানমন্ত্রী মার্সেল সিওলাকু। ২০০৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ দুটি।

মোসাদের হয়ে কাজ করায় আরও ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান:
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ কাজ করার দায়ে নারীসহ একটি ‘অপরাধচক্রের’ চার ব্যক্তিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শুক্রবার (২৯ ডিসেম্বর) এ সাজা কার্যকর করা হয়। তাছাড়া ওই চক্রের আরও কয়েকজনের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন একই আদালত।

ইমরান খানের বিরুদ্ধে সাইফার মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ:
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ক্যামেরার মাধ্যমে বিচার, সাইফার মামলায় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচারকাজে গণমাধ্যমের উপস্থিতির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন ইমরান খানের আইনজীবীরা। এর পরিপ্রেক্ষিতেই বিচারপতি মিঞাগুল হাসান আওরঙ্গজেব আগামী বছরের ১১ জানুয়ারি পর্যন্ত সাইফার মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন।

নির্বাচনে লড়তে বাধা নেই নওয়াজ শরিফের:
নওয়াজ শরিফের প্রার্থিতা নিয়ে পাকিস্তানি নির্বাচন কমিশনের কোনো সদস্য আপত্তি করেননি। ফলে আসন্ন সাধারণ নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি। নওয়াজ দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ে মনোনয়ন জমা দেন। প্রথমে লাহরের আসন থেকে তার মনোনয়ন বৈধ করা হয়। এবার মানসেহরায় তার মনোনয়ন গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

লোহিত সাগরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের:
লোহিত সাগরে ফের বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ১৯ অক্টোবরের পর আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এটি ছিল হুথিদের ২২তম হামলার চেষ্টা।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ে সবার আগে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার রাস্তাটা তার জন্য ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে আগামী বছরের মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে ট্রাম্পকে ‘অযোগ্য’ বলে ঘোষণা করলো মেইন।

কলকাতায় করোনায় বৃদ্ধের মৃত্যু:
করোনার নতুন ধরণ জেএন.১ নিয়ে উদ্বেগের মধ্যেই কলকাতায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের (৭০) মৃত্যুর খবর পাওয়া গেলো। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কলকাতা পৌরসভার ইকবালপুর ওয়ার্ডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রোহিঙ্গাবাহী নৌকা ফিরিয়ে দিলো ইন্দোনেশিয়া:
রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকাকে ফিরিয়ে দিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। এর আগে গত বুধবার অচেহ প্রদেশের রাজধানীতে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া একটি কনভেনশন সেন্টার ঘিরে শত শত শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শন করেন। সে সময়ে তারা রোহিঙ্গাদের নির্বাসন দাবি করেন।

পিকনিকে প্রধান শিক্ষিকা-ছাত্রের আপত্তিকর ফটোশুট ভাইরাল:
বিতর্ক যাকে নিয়ে, তিনি পুষ্পালতা আর। ভারতের কর্নাটক রাজ্যের চিন্তামণি তালুক অঞ্চলের একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তিনি। সম্প্রতি স্কুলটি শিক্ষার্থীদের একটি শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যায়। আর সেখানেই এক স্কুলছাত্রের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় সময় কাটান প্রধান শিক্ষিকা। এমনকি, নিজ ছাত্রের সঙ্গে তিনি এমন কিছু ছবি তোলেন, যা ভারতজুড়ে চরম বিতর্ক সৃষ্টি করেছে।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আজকের এই দিনের (২৯ ডিসেম্বর) এক নজরে দেখে আসি সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

পোস্ট হয়েছে : ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

বিজনেস আওয়ার ডেস্ক: বর্তমান বিশ্বের প্রতিদিনই ঘটে যায় বিভিন্ন ধরনের ঘটনা, যার মধ্যে কিছুটা আলোচনায় আসে । তাই পাঠকদের সুবিধার্থে আজকের এই দিনের (২৯ ডিসেম্বর) এক নজরে দেখে আসি সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ-

চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন নৌবাহিনীর সাবেক প্রধান ডং জুন:
চলতি বছরের অক্টোবরে নিখোঁজ প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে অব্যাহতি দিয়েছিল চীন। এরপর থেকেই পদটি ফাঁকা পড়ে ছিল। পরে দ্য ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির একটি স্ট্যান্ডিং বৈঠকে ডং জুনকে প্রতিরক্ষামন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মার্চে সেনজেন জোনে প্রবেশ করবে রোমানিয়া-বুলগেরিয়া:
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাসপোর্টমুক্ত অঞ্চল শেনজেনে ঢুকতে যাচ্ছে রোমানিয়া ও বুলগেরিয়া। ২০২৪ সালের মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন রোমানিয়ার প্রধানমন্ত্রী মার্সেল সিওলাকু। ২০০৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ দুটি।

মোসাদের হয়ে কাজ করায় আরও ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান:
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ কাজ করার দায়ে নারীসহ একটি ‘অপরাধচক্রের’ চার ব্যক্তিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শুক্রবার (২৯ ডিসেম্বর) এ সাজা কার্যকর করা হয়। তাছাড়া ওই চক্রের আরও কয়েকজনের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন একই আদালত।

ইমরান খানের বিরুদ্ধে সাইফার মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ:
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ক্যামেরার মাধ্যমে বিচার, সাইফার মামলায় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচারকাজে গণমাধ্যমের উপস্থিতির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন ইমরান খানের আইনজীবীরা। এর পরিপ্রেক্ষিতেই বিচারপতি মিঞাগুল হাসান আওরঙ্গজেব আগামী বছরের ১১ জানুয়ারি পর্যন্ত সাইফার মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন।

নির্বাচনে লড়তে বাধা নেই নওয়াজ শরিফের:
নওয়াজ শরিফের প্রার্থিতা নিয়ে পাকিস্তানি নির্বাচন কমিশনের কোনো সদস্য আপত্তি করেননি। ফলে আসন্ন সাধারণ নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি। নওয়াজ দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ে মনোনয়ন জমা দেন। প্রথমে লাহরের আসন থেকে তার মনোনয়ন বৈধ করা হয়। এবার মানসেহরায় তার মনোনয়ন গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

লোহিত সাগরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের:
লোহিত সাগরে ফের বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ১৯ অক্টোবরের পর আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এটি ছিল হুথিদের ২২তম হামলার চেষ্টা।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ে সবার আগে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার রাস্তাটা তার জন্য ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে আগামী বছরের মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে ট্রাম্পকে ‘অযোগ্য’ বলে ঘোষণা করলো মেইন।

কলকাতায় করোনায় বৃদ্ধের মৃত্যু:
করোনার নতুন ধরণ জেএন.১ নিয়ে উদ্বেগের মধ্যেই কলকাতায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের (৭০) মৃত্যুর খবর পাওয়া গেলো। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কলকাতা পৌরসভার ইকবালপুর ওয়ার্ডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রোহিঙ্গাবাহী নৌকা ফিরিয়ে দিলো ইন্দোনেশিয়া:
রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকাকে ফিরিয়ে দিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। এর আগে গত বুধবার অচেহ প্রদেশের রাজধানীতে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া একটি কনভেনশন সেন্টার ঘিরে শত শত শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শন করেন। সে সময়ে তারা রোহিঙ্গাদের নির্বাসন দাবি করেন।

পিকনিকে প্রধান শিক্ষিকা-ছাত্রের আপত্তিকর ফটোশুট ভাইরাল:
বিতর্ক যাকে নিয়ে, তিনি পুষ্পালতা আর। ভারতের কর্নাটক রাজ্যের চিন্তামণি তালুক অঞ্চলের একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তিনি। সম্প্রতি স্কুলটি শিক্ষার্থীদের একটি শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যায়। আর সেখানেই এক স্কুলছাত্রের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় সময় কাটান প্রধান শিক্ষিকা। এমনকি, নিজ ছাত্রের সঙ্গে তিনি এমন কিছু ছবি তোলেন, যা ভারতজুড়ে চরম বিতর্ক সৃষ্টি করেছে।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: