ঢাকা , শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকার

  • পোস্ট হয়েছে : ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • 3

বিজনেস আওয়ার ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। গাজায় প্রায় তিন মাস ধরে অব্যাহতভাবে চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় ২১ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর এমন অভিযোগে মামলা করল দেশটি। শুক্রবার এ মামলা করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, ইসরায়েল গাজায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে অভিযান চালানোর নামে ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের অধীনে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করছে অভিযোগ করে আদালতের কাছে একটি আদেশ চেয়েছে দক্ষিণ আফ্রিকা। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় বলেছে যে মামলাটি ‘ভিত্তিহীন।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি গণহত্যার পর গণহত্যা কনভেনশনের খসড়া স্বাক্ষরিত হয়েছিল। দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, বর্তমানে খোদ ইসরায়েল চুক্তির অধীনে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করছে।

দক্ষিণ আফ্রিকা তাদের আবেদনে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে আদালতকে অস্থায়ী বা স্বল্পমেয়াদী ব্যবস্থা জারি করতে বলেছে। ‘ফিলিস্তিনি জনগণের অধিকারের আরও, গুরুতর এবং অপূরণীয় ক্ষতির বিরুদ্ধে সুরক্ষার জন্য এই ক্ষেত্রে এটি প্রয়োজনন’ বলে উল্লেখ করা হয়েছে আবেদনে। মামলার শুনানির জন্য এখনও কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকার

পোস্ট হয়েছে : ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

বিজনেস আওয়ার ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। গাজায় প্রায় তিন মাস ধরে অব্যাহতভাবে চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় ২১ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর এমন অভিযোগে মামলা করল দেশটি। শুক্রবার এ মামলা করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, ইসরায়েল গাজায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে অভিযান চালানোর নামে ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের অধীনে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করছে অভিযোগ করে আদালতের কাছে একটি আদেশ চেয়েছে দক্ষিণ আফ্রিকা। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় বলেছে যে মামলাটি ‘ভিত্তিহীন।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি গণহত্যার পর গণহত্যা কনভেনশনের খসড়া স্বাক্ষরিত হয়েছিল। দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, বর্তমানে খোদ ইসরায়েল চুক্তির অধীনে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করছে।

দক্ষিণ আফ্রিকা তাদের আবেদনে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে আদালতকে অস্থায়ী বা স্বল্পমেয়াদী ব্যবস্থা জারি করতে বলেছে। ‘ফিলিস্তিনি জনগণের অধিকারের আরও, গুরুতর এবং অপূরণীয় ক্ষতির বিরুদ্ধে সুরক্ষার জন্য এই ক্ষেত্রে এটি প্রয়োজনন’ বলে উল্লেখ করা হয়েছে আবেদনে। মামলার শুনানির জন্য এখনও কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: