ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় দিনে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীদের অব্যাহত আদালত বর্জন

  • পোস্ট হয়েছে : ১০:১০ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • 10

বিজনেস আওয়ার প্রতিবেদক: তৃতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা। সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেছেন তারা।

বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সামনে কয়েকশ আইনজীবী অবস্থান নিয়ে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন। তারা আইনজীবীদের মাঝে আদালত বর্জনের লিফলেট বিতরণ করেন এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, আইনের শাসন ও বিচার বিভাগ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করুক এটা আমরা চাই। আমরা আদালতের বিরুদ্ধে নই। কিন্তু আমরা এই আন্দোলনের মাধ্যমে একটি জিনিস সবাইকে স্মরণ করে দিতে চাই যে আদালত জনগণের জন্য। আদালতের জন্য জনগণ নয়। এই জনগণ যাতে করে আদালত কর্তৃক নিষ্পেষিত না হয় এবং আদালত তাদের ভূমিকা সঠিকভাবে পালন করতে পারেন। কোনো প্রশাসনিক যন্ত্রের কাছে মাথানত না করে সেই সব কথা চিন্ত করে আজকে আইনজীবীরা আদলত বর্জন করে যাচ্ছেন।

ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) কো-কনভেনর সুব্রত চৌধুরী বলেন, বাংলাদেশের আইনজীবীরা বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতার জন্য যুগে যুগে আন্দোলন করেছেন। আমরা অনেকটা সফল হয়ে ছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, গত ১৫ বছর ধরে বর্তমান সরকার আদালতসহ যেভাবে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এবং আদালতকে ব্যবহার করে বিরোধীদলীয় রাজনীতিবিদদের কারাগারে পাঠিয়েছে। অন্যান্য কাজ বাদ দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে তাদের সাজা দিচ্ছে। এটা অগ্রহণযোগ্য। তার প্রতিবাদ হিসাবে দেশের বিচার বিভাগ যাতে আগামী দিনে তাদের যে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে সেজন্য এই আদালত বর্জনের মধ্য দিয়ে তাদের একটি মেসেজ দিচ্ছি।

এ বিষয়ে বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হবে। মানবাধিবার প্রতিষ্ঠিত হবে। আইন ও শাসন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। সেই লক্ষে আমরা আন্দোলন করছি। আমরা সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি পালন করেছি। শুক্রবারও একই কর্মসূচি পালন করা হবে। সারা দেশে বিচারের নামে যে অবিচার-প্রহসন হচ্ছে তার প্রতিবাদে।

বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকার নিম্ন আদালতগুলোতে কর্মসূচি পালন করেন আইনজীবীরা। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা ১২ ইউনিটের সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, ঢাকা বারের সাবেক সভাপতি মোহসীন মিয়া, ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম, হযরত আলী, জামায়াতপন্থি লইয়ার্স কাউন্সিলের নেতা এসএম কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/৩জানুয়ারি/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তৃতীয় দিনে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীদের অব্যাহত আদালত বর্জন

পোস্ট হয়েছে : ১০:১০ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: তৃতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা। সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেছেন তারা।

বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সামনে কয়েকশ আইনজীবী অবস্থান নিয়ে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন। তারা আইনজীবীদের মাঝে আদালত বর্জনের লিফলেট বিতরণ করেন এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, আইনের শাসন ও বিচার বিভাগ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করুক এটা আমরা চাই। আমরা আদালতের বিরুদ্ধে নই। কিন্তু আমরা এই আন্দোলনের মাধ্যমে একটি জিনিস সবাইকে স্মরণ করে দিতে চাই যে আদালত জনগণের জন্য। আদালতের জন্য জনগণ নয়। এই জনগণ যাতে করে আদালত কর্তৃক নিষ্পেষিত না হয় এবং আদালত তাদের ভূমিকা সঠিকভাবে পালন করতে পারেন। কোনো প্রশাসনিক যন্ত্রের কাছে মাথানত না করে সেই সব কথা চিন্ত করে আজকে আইনজীবীরা আদলত বর্জন করে যাচ্ছেন।

ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) কো-কনভেনর সুব্রত চৌধুরী বলেন, বাংলাদেশের আইনজীবীরা বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতার জন্য যুগে যুগে আন্দোলন করেছেন। আমরা অনেকটা সফল হয়ে ছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, গত ১৫ বছর ধরে বর্তমান সরকার আদালতসহ যেভাবে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এবং আদালতকে ব্যবহার করে বিরোধীদলীয় রাজনীতিবিদদের কারাগারে পাঠিয়েছে। অন্যান্য কাজ বাদ দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে তাদের সাজা দিচ্ছে। এটা অগ্রহণযোগ্য। তার প্রতিবাদ হিসাবে দেশের বিচার বিভাগ যাতে আগামী দিনে তাদের যে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে সেজন্য এই আদালত বর্জনের মধ্য দিয়ে তাদের একটি মেসেজ দিচ্ছি।

এ বিষয়ে বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হবে। মানবাধিবার প্রতিষ্ঠিত হবে। আইন ও শাসন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। সেই লক্ষে আমরা আন্দোলন করছি। আমরা সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি পালন করেছি। শুক্রবারও একই কর্মসূচি পালন করা হবে। সারা দেশে বিচারের নামে যে অবিচার-প্রহসন হচ্ছে তার প্রতিবাদে।

বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকার নিম্ন আদালতগুলোতে কর্মসূচি পালন করেন আইনজীবীরা। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা ১২ ইউনিটের সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, ঢাকা বারের সাবেক সভাপতি মোহসীন মিয়া, ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম, হযরত আলী, জামায়াতপন্থি লইয়ার্স কাউন্সিলের নেতা এসএম কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/৩জানুয়ারি/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: