ঢাকা , বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

জামিন না দেওয়ায় বিচারককে কিল-ঘুষি মারলেন আসামি (ভিডিও)

  • পোস্ট হয়েছে : ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • 13

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের লাসভেগাসে এক নারী বিচারককে কিল ঘুষি দেওয়ার অভিযোগ উঠেছে আসামির বিরুদ্ধে।

বুধবার (৩ জানুয়ারি) দিউব্রা রেডেন নামের ৩০ বছর বয়সী এক আসামি বিচারকের এজলাসে ঢুকে তাকে অসংখ্যবার কিল-ঘুষি দেন। জামিন না দেওয়ায় এ কাণ্ড ঘটান তিনি।

নিউইয়র্ক পোস্ট’র খবরে বলা হয়েছে, এক ব্যক্তিকে শারীরিকভাবে আঘাতের অভিযোগ উঠেছিল রেডেনের বিরুদ্ধে। সংশ্লিষ্ট অভিযোগে চলা বিচারকার্যের আওতায় গতকাল তাকে লাসভেগাসের একটি আদালতে হাজির করা হয়।

এ সময় আদালতের নারী বিচারক বলেন, মি. দিউব্রা রেডেন আপনার বিরুদ্ধে আগেও এ ধরনের ঘটনা ঘটানোর অভিযোগ ছিল। ফলে আপনি এবার জামিন পাচ্ছেন না।

এ কথা শোনার পরপরই রেডেন লাফ দিয়ে এজলাসে ঢুকে বিচারককে কিল-ঘুষি দিতে শুরু করেন। অন্যান্যরা তাকে থামাতে যান। কিন্তু তারপরও রেডেন ওই নারী বিচারককে টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে মারতে থাকেন। এ সময় অন্যান্যরা দৌড়ে এজলাসে ঢুকে রেডেনকে থামাকে ঘুষি দিতে শুরু করেন।

ভুক্তভোগী নারী বিচারক এ ঘটনায় আহত হয়েছেন। তবে তাকে হাসপাতালে নিতে হয়নি। অবশ্য, আদালতের অপর এক কর্মকর্তা বেশ আঘাত পান, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিচারকের ওপর হাত তোলায় রেডেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সুরক্ষিত ব্যক্তিদের হামলা করাসহ কয়েকটি অপরাধমূলক অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রথম গ্রেপ্তার হন রেডেন। চুরির চেষ্টার অভিযোগে তার ১৯ মাসের কারাদণ্ড হয়। এরপর মারামারির অভিযোগে ২০২১ সালেও একবার জেলে যেতে হয়েছিল তাকে।

https://twitter.com/i/status/1742688088084922798

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জামিন না দেওয়ায় বিচারককে কিল-ঘুষি মারলেন আসামি (ভিডিও)

পোস্ট হয়েছে : ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের লাসভেগাসে এক নারী বিচারককে কিল ঘুষি দেওয়ার অভিযোগ উঠেছে আসামির বিরুদ্ধে।

বুধবার (৩ জানুয়ারি) দিউব্রা রেডেন নামের ৩০ বছর বয়সী এক আসামি বিচারকের এজলাসে ঢুকে তাকে অসংখ্যবার কিল-ঘুষি দেন। জামিন না দেওয়ায় এ কাণ্ড ঘটান তিনি।

নিউইয়র্ক পোস্ট’র খবরে বলা হয়েছে, এক ব্যক্তিকে শারীরিকভাবে আঘাতের অভিযোগ উঠেছিল রেডেনের বিরুদ্ধে। সংশ্লিষ্ট অভিযোগে চলা বিচারকার্যের আওতায় গতকাল তাকে লাসভেগাসের একটি আদালতে হাজির করা হয়।

এ সময় আদালতের নারী বিচারক বলেন, মি. দিউব্রা রেডেন আপনার বিরুদ্ধে আগেও এ ধরনের ঘটনা ঘটানোর অভিযোগ ছিল। ফলে আপনি এবার জামিন পাচ্ছেন না।

এ কথা শোনার পরপরই রেডেন লাফ দিয়ে এজলাসে ঢুকে বিচারককে কিল-ঘুষি দিতে শুরু করেন। অন্যান্যরা তাকে থামাতে যান। কিন্তু তারপরও রেডেন ওই নারী বিচারককে টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে মারতে থাকেন। এ সময় অন্যান্যরা দৌড়ে এজলাসে ঢুকে রেডেনকে থামাকে ঘুষি দিতে শুরু করেন।

ভুক্তভোগী নারী বিচারক এ ঘটনায় আহত হয়েছেন। তবে তাকে হাসপাতালে নিতে হয়নি। অবশ্য, আদালতের অপর এক কর্মকর্তা বেশ আঘাত পান, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিচারকের ওপর হাত তোলায় রেডেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সুরক্ষিত ব্যক্তিদের হামলা করাসহ কয়েকটি অপরাধমূলক অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রথম গ্রেপ্তার হন রেডেন। চুরির চেষ্টার অভিযোগে তার ১৯ মাসের কারাদণ্ড হয়। এরপর মারামারির অভিযোগে ২০২১ সালেও একবার জেলে যেতে হয়েছিল তাকে।

https://twitter.com/i/status/1742688088084922798

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: