ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব সেনাবাহিনী গঠনের দাবি ইতালির

  • পোস্ট হয়েছে : ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • 4

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের শান্তিরক্ষা ও সংঘাত প্রতিরোধে ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব সেনাবাহিনী গঠনের দাবি জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।

রোববার (৭ জানুয়ারি) ইতালিয়ান সংবাদপত্র লা স্ট্যাম্পার সঙ্গে এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন তিনি। খবর রয়টার্সের।

তাজানি বলেন, আমরা যদি বিশ্বে শান্তিরক্ষী হতে চাই, তাহলে আমাদের একটি ইউরোপীয় সামরিক বাহিনী প্রয়োজন। ইউরোপীয় পররাষ্ট্রনীতি কার্যকর করার ক্ষেত্রে এটি মৌলিক পূর্বশর্ত।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়ার মতো শক্তিশালী খেলোয়াড়ের বিশ্বে ইতালীয়, জার্মান, ফরাসি বা স্লোভেনিয়ান নাগরিকদের কেবল এমন কিছু দ্বারা নিরাপদ রাখা যাবে যা আগে থেকেই আছে। আর তা হলো ইউরোপীয় ইউনিয়ন।

তাজানি ফোরজা ইতালিয়া পার্টির প্রধান। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা তার দলের অগ্রাধিকার বলেও জানান তিনি।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়া পূর্ণ সামরিক আগ্রাসন শুরু করলে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা রাজনৈতিক এজেন্ডা হিসেবে উঠে আসে। তবে তাদের এসব প্রচেষ্টা মূলত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ ঘিরে অগ্রসর হয়েছে। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের দেশ ফিনল্যান্ড ন্যাটোতে যোগদান করেছে। সুইডেনও সদস্য হওয়ার পথে রয়েছে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব সেনাবাহিনী গঠনের দাবি ইতালির

পোস্ট হয়েছে : ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের শান্তিরক্ষা ও সংঘাত প্রতিরোধে ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব সেনাবাহিনী গঠনের দাবি জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।

রোববার (৭ জানুয়ারি) ইতালিয়ান সংবাদপত্র লা স্ট্যাম্পার সঙ্গে এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন তিনি। খবর রয়টার্সের।

তাজানি বলেন, আমরা যদি বিশ্বে শান্তিরক্ষী হতে চাই, তাহলে আমাদের একটি ইউরোপীয় সামরিক বাহিনী প্রয়োজন। ইউরোপীয় পররাষ্ট্রনীতি কার্যকর করার ক্ষেত্রে এটি মৌলিক পূর্বশর্ত।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়ার মতো শক্তিশালী খেলোয়াড়ের বিশ্বে ইতালীয়, জার্মান, ফরাসি বা স্লোভেনিয়ান নাগরিকদের কেবল এমন কিছু দ্বারা নিরাপদ রাখা যাবে যা আগে থেকেই আছে। আর তা হলো ইউরোপীয় ইউনিয়ন।

তাজানি ফোরজা ইতালিয়া পার্টির প্রধান। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা তার দলের অগ্রাধিকার বলেও জানান তিনি।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়া পূর্ণ সামরিক আগ্রাসন শুরু করলে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা রাজনৈতিক এজেন্ডা হিসেবে উঠে আসে। তবে তাদের এসব প্রচেষ্টা মূলত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ ঘিরে অগ্রসর হয়েছে। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের দেশ ফিনল্যান্ড ন্যাটোতে যোগদান করেছে। সুইডেনও সদস্য হওয়ার পথে রয়েছে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: