ঢাকা , রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

গ্যালারিতে দাঙ্গা: ব্রাজিল-আর্জেন্টিনাকে যে শাস্তি দিল ফিফা

  • পোস্ট হয়েছে : ০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • 13

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে গত ২১ নভেম্বর ঐতিহাসিক মারাকানায় মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে নিকোলাস ওতামেন্ডির একমাত্র গোলে সেলেসাওদের হারিয়েছিল লিওনেল মেসিরা। তবে চিরশত্রুদের হারানোর দিনে গ্যালারিতে দাঙ্গায় জড়িয়ে পড়েন দুদলের সমর্থকরা। সেদিনের ঘটনার দীর্ঘ তদন্ত শেষে ব্রাজিল-আর্জেন্টিনাকে জরিমানা করেছে ফিফা।

বুধবার (১০ জানুয়ারি) রাতে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) ৫০ হাজার সুইস ফ্রাঁ বা ৬৪ লাখ ৩৬ হাজার টাকা এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ২০ হাজার সুইস ফ্রাঁ বা ২৫ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

মারাকানায় আর্জেন্টিনার জাতীয় সংগীত বাজার সময় দুয়ো দিলে সংঘাতে জড়িয়ে পড়ে। দুদলের সংঘাত নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেছিল ব্রাজিল পুলিশ। আর্জেন্টাইন সমর্থকদের ওপর লাঠিচার্জও করেছিল পুলিশ। তখন আর্জেন্টাইনরাও পুলিশকে উদ্দেশ্য করে চেয়ার ছুড়ে মারেন। এ ঘটনায় কয়েকজন সমর্থকও আহত হয়েছিলেন। ম্যাচ শুরুর আগে সাজঘরে ফিরে গিয়েছিলেন মেসি-ডি পলরা।

তদন্তের শেষে ব্রাজিল-আর্জেন্টিনার ফেডারেশনকে জরিমানা করেছে ফিফা। বার্তা সংস্থা এপি জানিয়েছে, মারাকানায় আর্জেন্টাইন সমর্থকদের নিরাপত্তা দিতে না পারায় বেশি জরিমানা গুণতে হয়েছে ব্রাজিলের। তবে আর্জেন্টিনাকেও দোষী সাব্যস্ত করেছে ফিফা। যার কারণে আগামী সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির বিপক্ষে ৫০ শতাংশের বেশি দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন না।

এ ছাড়া ইকুয়েডর ও উরুগুয়ের সমর্থকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করায় এএফএকে আরও ৫০ হাজার সুইস ফ্রাঁ বা ৬৪ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ফিফা। জরিমানাকৃত অর্থ বৈষম্যবিরোধী শিক্ষা প্রকল্পে ব্যয়ের নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গ্যালারিতে দাঙ্গা: ব্রাজিল-আর্জেন্টিনাকে যে শাস্তি দিল ফিফা

পোস্ট হয়েছে : ০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে গত ২১ নভেম্বর ঐতিহাসিক মারাকানায় মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে নিকোলাস ওতামেন্ডির একমাত্র গোলে সেলেসাওদের হারিয়েছিল লিওনেল মেসিরা। তবে চিরশত্রুদের হারানোর দিনে গ্যালারিতে দাঙ্গায় জড়িয়ে পড়েন দুদলের সমর্থকরা। সেদিনের ঘটনার দীর্ঘ তদন্ত শেষে ব্রাজিল-আর্জেন্টিনাকে জরিমানা করেছে ফিফা।

বুধবার (১০ জানুয়ারি) রাতে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) ৫০ হাজার সুইস ফ্রাঁ বা ৬৪ লাখ ৩৬ হাজার টাকা এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ২০ হাজার সুইস ফ্রাঁ বা ২৫ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

মারাকানায় আর্জেন্টিনার জাতীয় সংগীত বাজার সময় দুয়ো দিলে সংঘাতে জড়িয়ে পড়ে। দুদলের সংঘাত নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেছিল ব্রাজিল পুলিশ। আর্জেন্টাইন সমর্থকদের ওপর লাঠিচার্জও করেছিল পুলিশ। তখন আর্জেন্টাইনরাও পুলিশকে উদ্দেশ্য করে চেয়ার ছুড়ে মারেন। এ ঘটনায় কয়েকজন সমর্থকও আহত হয়েছিলেন। ম্যাচ শুরুর আগে সাজঘরে ফিরে গিয়েছিলেন মেসি-ডি পলরা।

তদন্তের শেষে ব্রাজিল-আর্জেন্টিনার ফেডারেশনকে জরিমানা করেছে ফিফা। বার্তা সংস্থা এপি জানিয়েছে, মারাকানায় আর্জেন্টাইন সমর্থকদের নিরাপত্তা দিতে না পারায় বেশি জরিমানা গুণতে হয়েছে ব্রাজিলের। তবে আর্জেন্টিনাকেও দোষী সাব্যস্ত করেছে ফিফা। যার কারণে আগামী সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির বিপক্ষে ৫০ শতাংশের বেশি দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন না।

এ ছাড়া ইকুয়েডর ও উরুগুয়ের সমর্থকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করায় এএফএকে আরও ৫০ হাজার সুইস ফ্রাঁ বা ৬৪ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ফিফা। জরিমানাকৃত অর্থ বৈষম্যবিরোধী শিক্ষা প্রকল্পে ব্যয়ের নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: