ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

প্যান্ট ছাড়াই র‍্যাম্পে হাঁটলেন পুরুষ মডেলরা!

  • পোস্ট হয়েছে : ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
  • 4

বিনোদন ডেস্ক: ২০২৩ সাল যদি নারীদের জন্য প্যান্টবিহীন প্রবণতার বছর হয়, তবে ২০২৪ সালে পুরুষরা প্যান্টবিহীনতার পথ বেছে নিতেই পারে, অন্তত মিলান ফ্যাশন উইক মেনস এ/ডব্লিউ ২০২৪-এ জেডব্লিউ অ্যান্ডারসনের শোতে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে।

এ শোতে জোনাথন অ্যান্ডারসন তার পুরুষ মডেলদের কালো প্যান্টিহোজ পরিয়ে রানওয়েতে নামিয়ে দিয়েছিলেন যা তারা তাদের কালো অন্তর্বাসের ওপরে পরেছিলেন। তিনি ডিজাইনার প্যান্ট বাদ দিয়ে মডেলদের ওভারসাইজড টিশার্ট পরতে বাধ্য করেন এই শোতে।

মিলান ফ্যাশন উইকে প্যান্টবিহীন হাঁটলেন পুরুষরা
এই শোয়ের ব্যাকগ্রাউন্ডও ছিল নজর কাড়া। নানা রূপকধর্মী আঁকা, বক্তব্য তুলে ধরা হয়েছিল সেখানে। গোটা সিনের সাইকোলজির সঙ্গে যেন সেই দৃশ্যগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। আর এই কাল্পনিক কালেকশনের ক্ষেত্রেও এই ব্যাকগ্রাউন্ড যে জরুরি ছিল সেটা বলাই বাহুল্য। অত্যন্ত রঙিন ছিল এদিনের এই ফ্যাশন শোয়ের ব্যাকগ্রাউন্ড।

এদিন মডেলদের ওভার সাইজের শার্ট, সোয়েটশার্ট পরে আসতে দেখা যায়। কেউ আবার পরেছিলেন গাউন! গাউন পরে সঙ্গে ব্যাগ নিয়ে হেঁটেছেন। কেউ আবার কেবল প্যান্ট পরেই এদিন ফ্যাশন উইকের ইভেন্টে হাঁটেন।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্যান্ট ছাড়াই র‍্যাম্পে হাঁটলেন পুরুষ মডেলরা!

পোস্ট হয়েছে : ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক: ২০২৩ সাল যদি নারীদের জন্য প্যান্টবিহীন প্রবণতার বছর হয়, তবে ২০২৪ সালে পুরুষরা প্যান্টবিহীনতার পথ বেছে নিতেই পারে, অন্তত মিলান ফ্যাশন উইক মেনস এ/ডব্লিউ ২০২৪-এ জেডব্লিউ অ্যান্ডারসনের শোতে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে।

এ শোতে জোনাথন অ্যান্ডারসন তার পুরুষ মডেলদের কালো প্যান্টিহোজ পরিয়ে রানওয়েতে নামিয়ে দিয়েছিলেন যা তারা তাদের কালো অন্তর্বাসের ওপরে পরেছিলেন। তিনি ডিজাইনার প্যান্ট বাদ দিয়ে মডেলদের ওভারসাইজড টিশার্ট পরতে বাধ্য করেন এই শোতে।

মিলান ফ্যাশন উইকে প্যান্টবিহীন হাঁটলেন পুরুষরা
এই শোয়ের ব্যাকগ্রাউন্ডও ছিল নজর কাড়া। নানা রূপকধর্মী আঁকা, বক্তব্য তুলে ধরা হয়েছিল সেখানে। গোটা সিনের সাইকোলজির সঙ্গে যেন সেই দৃশ্যগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। আর এই কাল্পনিক কালেকশনের ক্ষেত্রেও এই ব্যাকগ্রাউন্ড যে জরুরি ছিল সেটা বলাই বাহুল্য। অত্যন্ত রঙিন ছিল এদিনের এই ফ্যাশন শোয়ের ব্যাকগ্রাউন্ড।

এদিন মডেলদের ওভার সাইজের শার্ট, সোয়েটশার্ট পরে আসতে দেখা যায়। কেউ আবার পরেছিলেন গাউন! গাউন পরে সঙ্গে ব্যাগ নিয়ে হেঁটেছেন। কেউ আবার কেবল প্যান্ট পরেই এদিন ফ্যাশন উইকের ইভেন্টে হাঁটেন।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: