ঢাকা , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

‘এফবিএইচআরও’ এর বোর্ড মেম্বার হিসেবে যোগ দিলেন মো. রওশন আলী বুলবুল

  • পোস্ট হয়েছে : ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • 5

ফেডারেশন অফ বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও) এইচআর ফেডারেশন নামে পরিচিত। এটি বাংলাদেশের মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন খাতে একটি অন্যতম শীর্ষ সংস্থা। সংস্থাটিকে বাংলাদেশের মানবসম্পদ কমিউনিটির প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়। নীতিনির্ধারক এবং সচেতন সমাজের সবাইকে সাথে নিয়ে FBHRO বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য ব্যক্তিগত, সামাজিক এবং সরকারি খাতের মানবসম্পদ উন্নয়ন ইস্যুতে নেটওয়ার্কিং এবং ঐকমত্য তৈরির জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। আজ (১৮ জানুয়ারি, ২০২৪) থেকে সংস্থাটিতে বোর্ড মেম্বার হিসেবে যোগ দিয়েছেন মো. রওশন আলী বুলবুল।

মো. রওশন আলী বুলবুল পেশায় একজন এইচআর কর্মকর্তা। বর্তমানে তিনি ওয়ালটন গ্রুপের মানবসম্পদ বিভাগে কর্মরত আছেন । এছাড়া বেঙ্গল গ্রুপ, প্রাইম ফিনান্সিয়াল গ্রুপ সহ বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে ১৫ বছরেরও অধিক সময় ধরে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কাজ, প্রশিক্ষণ, বিভিন্ন বিষয়ের পরামর্শ দান, কলাম লেখা এবং পাবলিক স্পিকিংয়ের মতো কাজগুলো নিজ দায়িত্ববোধ থেকে দীর্ঘদিন ধরেই করে আসছেন তিনি। চেঞ্জ ম্যানেজমেন্ট, অরগানাইজেশানাল কালচার, অরগানাইজেশানাল ডেভেলপমেন্ট, পারফরম্যান্স ম্যানেজমেন্ট, রিক্রুটমেন্ট, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ও কর্পোরেট রিলেশনের ওপর কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বুলবুলের।

বুলবুল তার সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য দেশে – বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছেন। মি. বুলবুল বলেন ‘এফবিএইচআরও’ এর বোর্ড মেম্বার হিসেবে দেশের সকল নীতিনির্ধারক এবং সুশীল সমাজের সবাইকে নিয়ে একসাথে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।”

‘এফবিএইচআরও’-এর প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেন বলেন, “বুলবুলের মত পরীক্ষিত লিডার আমাদের বোর্ড মেম্বার হওয়ায় আমরা আনন্দিত। সে আমাদের সামনের পথচলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার বিশ্বাস।” ‘এফবিএইচআরও’-এর ভাইস-প্রেসিডেন্ট ড. ফরিদ এ. সোবহানী বলেন, “তার মত ভিশনারি লিডার আমাদের বোর্ডে পেয়ে আমরা খুশি এবং আশা করছি তার অন্তর্ভুক্তি আমাদের সস্থাকে অবকাঠামোগতভাবে আরও শক্ত করবে।” ‘এফবিএইচআরও’র মহাসচিব অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরি বলেন, আমি মনে করি এই সেক্টরে বুলবুলের মত তরুণ লিডার খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

রওশন আলী বুলবুল অ্যালায়েন্স অব গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের (জিএইচআরপিবি) প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বাংলাদেশ নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন। তিনি বলেন, “বড় স্বপ্ন দেখার মাধ্যমেই সমাজকে পরিবর্তন করা সম্ভব।” তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ভালো কাজ করার জন্য সবার আগে একজনকে ভালো মানুষ হতে হবে। নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে সবাইকে দেখলে হবে না। অন্যের দৃষ্টিতেও নিজেকে দেখতে হবে।”

বুলবুল বলেন “তরুণ-তরুণীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে এবং যারা ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে কাজ করছেন, তাদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশ। গ্রিন এইচআর প্রফেশনালস মানুষকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নে কাজ করছে।” বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতি মাসে একটি করে কর্মশালার আয়োজন করছে। মি. বুলবুলের সাথে কথা বলে জানা যায়, গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা হলো, নতুন চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং করে ক্যারিয়ার ডেভেলপ করতে সহায়তা করা। এর উদ্দেশ্য হচ্ছে, দেশের প্রত্যেক প্রতিষ্ঠানে গ্রিন এইচআরের গ্রাউন্ড তৈরি করা। এছাড়া নতুন নতুন আইডিয়া ও জ্ঞান আহরণ করা। পাশাপাশি পেশাগত জীবনেও দক্ষতা অর্জন করা। এ সংগঠনের যাত্রা শুরু হয় ২০১৬ সালে।

বুলবুল জানন ‘আমরা প্রতিটি কর্পোরেট প্রতিষ্ঠানে গ্রিন এইচআর প্রতিষ্ঠা করার জন্য কাজ করছি, যাতে মালিকপক্ষ ও চাকরিজীবী—সবাই উপকৃত হয়।’ বিভিন্ন সামাজিক কাজেও সংগঠনটি নিয়মিত অংশগ্রহণ করছে। গ্রিন এইচ আর একটি মানব উন্নয়ন আন্দোলন, একটি সমাজ ও রাষ্ট্র উন্নয়ন আন্দোলন।

গ্রিন এইচআরের একটি ব্যতিক্রমধর্মী প্ল্যাটফর্ম,যা সকল স্তরের পেশাজীবীদের নেটওয়ার্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতি শুক্রবার সকালে স্টাডি সার্কেলের মাধ্যমে সবাইকে নতুন নতুন অনেক বিষয় শেখার এবং শেখানোর সুযোগ করে দিচ্ছি সংগঠনটি। ইতোমধ্যে তারা এই পাঠচক্রের ২৪৪ তম সপ্তাহ শেষ করেছেন।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘এফবিএইচআরও’ এর বোর্ড মেম্বার হিসেবে যোগ দিলেন মো. রওশন আলী বুলবুল

পোস্ট হয়েছে : ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪

ফেডারেশন অফ বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও) এইচআর ফেডারেশন নামে পরিচিত। এটি বাংলাদেশের মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন খাতে একটি অন্যতম শীর্ষ সংস্থা। সংস্থাটিকে বাংলাদেশের মানবসম্পদ কমিউনিটির প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়। নীতিনির্ধারক এবং সচেতন সমাজের সবাইকে সাথে নিয়ে FBHRO বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য ব্যক্তিগত, সামাজিক এবং সরকারি খাতের মানবসম্পদ উন্নয়ন ইস্যুতে নেটওয়ার্কিং এবং ঐকমত্য তৈরির জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। আজ (১৮ জানুয়ারি, ২০২৪) থেকে সংস্থাটিতে বোর্ড মেম্বার হিসেবে যোগ দিয়েছেন মো. রওশন আলী বুলবুল।

মো. রওশন আলী বুলবুল পেশায় একজন এইচআর কর্মকর্তা। বর্তমানে তিনি ওয়ালটন গ্রুপের মানবসম্পদ বিভাগে কর্মরত আছেন । এছাড়া বেঙ্গল গ্রুপ, প্রাইম ফিনান্সিয়াল গ্রুপ সহ বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে ১৫ বছরেরও অধিক সময় ধরে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কাজ, প্রশিক্ষণ, বিভিন্ন বিষয়ের পরামর্শ দান, কলাম লেখা এবং পাবলিক স্পিকিংয়ের মতো কাজগুলো নিজ দায়িত্ববোধ থেকে দীর্ঘদিন ধরেই করে আসছেন তিনি। চেঞ্জ ম্যানেজমেন্ট, অরগানাইজেশানাল কালচার, অরগানাইজেশানাল ডেভেলপমেন্ট, পারফরম্যান্স ম্যানেজমেন্ট, রিক্রুটমেন্ট, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ও কর্পোরেট রিলেশনের ওপর কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বুলবুলের।

বুলবুল তার সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য দেশে – বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছেন। মি. বুলবুল বলেন ‘এফবিএইচআরও’ এর বোর্ড মেম্বার হিসেবে দেশের সকল নীতিনির্ধারক এবং সুশীল সমাজের সবাইকে নিয়ে একসাথে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।”

‘এফবিএইচআরও’-এর প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেন বলেন, “বুলবুলের মত পরীক্ষিত লিডার আমাদের বোর্ড মেম্বার হওয়ায় আমরা আনন্দিত। সে আমাদের সামনের পথচলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার বিশ্বাস।” ‘এফবিএইচআরও’-এর ভাইস-প্রেসিডেন্ট ড. ফরিদ এ. সোবহানী বলেন, “তার মত ভিশনারি লিডার আমাদের বোর্ডে পেয়ে আমরা খুশি এবং আশা করছি তার অন্তর্ভুক্তি আমাদের সস্থাকে অবকাঠামোগতভাবে আরও শক্ত করবে।” ‘এফবিএইচআরও’র মহাসচিব অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরি বলেন, আমি মনে করি এই সেক্টরে বুলবুলের মত তরুণ লিডার খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

রওশন আলী বুলবুল অ্যালায়েন্স অব গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের (জিএইচআরপিবি) প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বাংলাদেশ নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন। তিনি বলেন, “বড় স্বপ্ন দেখার মাধ্যমেই সমাজকে পরিবর্তন করা সম্ভব।” তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ভালো কাজ করার জন্য সবার আগে একজনকে ভালো মানুষ হতে হবে। নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে সবাইকে দেখলে হবে না। অন্যের দৃষ্টিতেও নিজেকে দেখতে হবে।”

বুলবুল বলেন “তরুণ-তরুণীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে এবং যারা ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে কাজ করছেন, তাদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশ। গ্রিন এইচআর প্রফেশনালস মানুষকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নে কাজ করছে।” বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতি মাসে একটি করে কর্মশালার আয়োজন করছে। মি. বুলবুলের সাথে কথা বলে জানা যায়, গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা হলো, নতুন চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং করে ক্যারিয়ার ডেভেলপ করতে সহায়তা করা। এর উদ্দেশ্য হচ্ছে, দেশের প্রত্যেক প্রতিষ্ঠানে গ্রিন এইচআরের গ্রাউন্ড তৈরি করা। এছাড়া নতুন নতুন আইডিয়া ও জ্ঞান আহরণ করা। পাশাপাশি পেশাগত জীবনেও দক্ষতা অর্জন করা। এ সংগঠনের যাত্রা শুরু হয় ২০১৬ সালে।

বুলবুল জানন ‘আমরা প্রতিটি কর্পোরেট প্রতিষ্ঠানে গ্রিন এইচআর প্রতিষ্ঠা করার জন্য কাজ করছি, যাতে মালিকপক্ষ ও চাকরিজীবী—সবাই উপকৃত হয়।’ বিভিন্ন সামাজিক কাজেও সংগঠনটি নিয়মিত অংশগ্রহণ করছে। গ্রিন এইচ আর একটি মানব উন্নয়ন আন্দোলন, একটি সমাজ ও রাষ্ট্র উন্নয়ন আন্দোলন।

গ্রিন এইচআরের একটি ব্যতিক্রমধর্মী প্ল্যাটফর্ম,যা সকল স্তরের পেশাজীবীদের নেটওয়ার্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতি শুক্রবার সকালে স্টাডি সার্কেলের মাধ্যমে সবাইকে নতুন নতুন অনেক বিষয় শেখার এবং শেখানোর সুযোগ করে দিচ্ছি সংগঠনটি। ইতোমধ্যে তারা এই পাঠচক্রের ২৪৪ তম সপ্তাহ শেষ করেছেন।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: