ঢাকা , সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত, আহত ৪

  • পোস্ট হয়েছে : ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • 56

ঝিনাইদহ প্রতিনিধি: জেলার মহেশপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে খালিশপুর-মহেশপুর সড়কের ভালাইপুর দরগাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের ঘুগড়ী গ্রামের রিমাজ উদ্দিন মালিতার ছেলে আলমগীর (৩৫) ও একই ইউপির পান্তাপাড়া গাবতলা গ্রামের মৃত হাজি আব্দুর গনির ছেলে কাশেম আলী (৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মহেশপুর উপজেলা শহর থেকে যাত্রীবাহী সিএনজি ঝিনাইদহের কোর্টে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার ভালাইপুর দরগাতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালিবোঝায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরও চারজন। আহত ৪ জনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত, আহত ৪

পোস্ট হয়েছে : ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

ঝিনাইদহ প্রতিনিধি: জেলার মহেশপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে খালিশপুর-মহেশপুর সড়কের ভালাইপুর দরগাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের ঘুগড়ী গ্রামের রিমাজ উদ্দিন মালিতার ছেলে আলমগীর (৩৫) ও একই ইউপির পান্তাপাড়া গাবতলা গ্রামের মৃত হাজি আব্দুর গনির ছেলে কাশেম আলী (৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মহেশপুর উপজেলা শহর থেকে যাত্রীবাহী সিএনজি ঝিনাইদহের কোর্টে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার ভালাইপুর দরগাতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালিবোঝায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরও চারজন। আহত ৪ জনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: