ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

২৬ মার্চস্বাধীনতা দিবসে বাংলাদেশে খেলবে ফিলিস্তিন

  • পোস্ট হয়েছে : ০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
  • 14

বিজনেস আওয়ার ডেস্ক: মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। আগের সূচি অনুযায়ী ২১ মার্চ বাংলাদেশের এসে খেলার কথা ছিল ফিলিস্তিনের। আর ফিরতি লেগে ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যু কুয়েতে গিয়ে বাংলাদেশের খেলার কথা ছিল।

কিন্তু আজ রোববার (০৪ ফেব্রুয়ারি) জাতীয় দল কমিটির সভায় সেই সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফিলিস্তিনের অনুরোধে বাংলাদেশ ২১ মার্চ কুয়েতে অ্যাওয়ে ম্যাচটি আগে খেলবে। এরপর ২৬ মার্চ ঘরের মাঠে খেলবে। অর্থাৎ স্বাধীনতা দিবসে কিংস অ্যারেনায় ফিলিস্তিনের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

জাতীয় দল কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘ফিলিস্তিনের অনুরোধ ও আমাদের সুবিধার্থে আগে অ্যাওয়ে এবং পরবর্তীতে হোম ম্যাচ খেলার সিদ্ধান্ত হয়েছে। রমজান মাস হওয়ায় কিংস অ্যারেনায় আমরা ম্যাচটি বিকেল সাড়ে তিনটায় শুরু করব। যাতে দর্শকরা খেলা দেখে বাসায় গিয়ে ইফতারে অংশগ্রহণ করতে পারে।’

ফিলিস্তিনের বিপক্ষে ২১ মার্চের ম্যাচের আগে দশদিন সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ। এ বিষয়ে কমিটির চেয়ারম্যান বলেন, ‘২ মার্চ সৌদি আরব যাবে বাংলাদেশ দল। সেখানে আল তাঈফ শহরে ক্যাম্প করবে ও কিং ফাহাদ স্টেডিয়ামে অনুশীলন করবে। সেখান থেকে ১৭ মার্চ কুয়েত রওনা হবে। ২১ মার্চ ম্যাচ খেলে দেশে ফিরে হোম ম্যাচের প্রস্তুতি নেবে।’

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

২৬ মার্চস্বাধীনতা দিবসে বাংলাদেশে খেলবে ফিলিস্তিন

পোস্ট হয়েছে : ০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪

বিজনেস আওয়ার ডেস্ক: মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। আগের সূচি অনুযায়ী ২১ মার্চ বাংলাদেশের এসে খেলার কথা ছিল ফিলিস্তিনের। আর ফিরতি লেগে ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যু কুয়েতে গিয়ে বাংলাদেশের খেলার কথা ছিল।

কিন্তু আজ রোববার (০৪ ফেব্রুয়ারি) জাতীয় দল কমিটির সভায় সেই সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফিলিস্তিনের অনুরোধে বাংলাদেশ ২১ মার্চ কুয়েতে অ্যাওয়ে ম্যাচটি আগে খেলবে। এরপর ২৬ মার্চ ঘরের মাঠে খেলবে। অর্থাৎ স্বাধীনতা দিবসে কিংস অ্যারেনায় ফিলিস্তিনের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

জাতীয় দল কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘ফিলিস্তিনের অনুরোধ ও আমাদের সুবিধার্থে আগে অ্যাওয়ে এবং পরবর্তীতে হোম ম্যাচ খেলার সিদ্ধান্ত হয়েছে। রমজান মাস হওয়ায় কিংস অ্যারেনায় আমরা ম্যাচটি বিকেল সাড়ে তিনটায় শুরু করব। যাতে দর্শকরা খেলা দেখে বাসায় গিয়ে ইফতারে অংশগ্রহণ করতে পারে।’

ফিলিস্তিনের বিপক্ষে ২১ মার্চের ম্যাচের আগে দশদিন সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ। এ বিষয়ে কমিটির চেয়ারম্যান বলেন, ‘২ মার্চ সৌদি আরব যাবে বাংলাদেশ দল। সেখানে আল তাঈফ শহরে ক্যাম্প করবে ও কিং ফাহাদ স্টেডিয়ামে অনুশীলন করবে। সেখান থেকে ১৭ মার্চ কুয়েত রওনা হবে। ২১ মার্চ ম্যাচ খেলে দেশে ফিরে হোম ম্যাচের প্রস্তুতি নেবে।’

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: