ঢাকা , সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

  • পোস্ট হয়েছে : ১২:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • 5

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। খবর জিও নিউজের।

পুলিশের ভাষ্যমতে, রোববার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিক জেলার তহসিল দারাবান শহরের পুলিশ স্টেশনে গ্রেনেড ও ভারি অস্ত্র নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। পুলিশ পাল্টা জবাব দিলেও সন্ত্রাসীরা রাতের আঁধারে পালিয়ে যায়।

জিও নিউজ জানিয়েছে, পুলিশ বাহিনী এখন পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং পালিয়ে যাওয়া জঙ্গিদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান অভিযান শুরু করেছে।

সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকবার মারাত্মক হামলা চালানো হয়েছে। দেড় মাস আগে ডেরা ইসমাইল খান জেলার একটি সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলায় ২৩ জন সেনা সদস্য নিহত হয়েছিল।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, পাকিস্তানে চলতি বছরের জানুয়ারি মাসে কমপক্ষে ৯৩টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যাতে ৯০ জন নিহত ও ১৩৫ জন আহত হয়েছেন। এছাড়াও জানুয়ারি মাসে ১৫ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) এই তথ্য প্রকাশ করেছে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

পোস্ট হয়েছে : ১২:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। খবর জিও নিউজের।

পুলিশের ভাষ্যমতে, রোববার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিক জেলার তহসিল দারাবান শহরের পুলিশ স্টেশনে গ্রেনেড ও ভারি অস্ত্র নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। পুলিশ পাল্টা জবাব দিলেও সন্ত্রাসীরা রাতের আঁধারে পালিয়ে যায়।

জিও নিউজ জানিয়েছে, পুলিশ বাহিনী এখন পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং পালিয়ে যাওয়া জঙ্গিদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান অভিযান শুরু করেছে।

সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকবার মারাত্মক হামলা চালানো হয়েছে। দেড় মাস আগে ডেরা ইসমাইল খান জেলার একটি সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলায় ২৩ জন সেনা সদস্য নিহত হয়েছিল।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, পাকিস্তানে চলতি বছরের জানুয়ারি মাসে কমপক্ষে ৯৩টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যাতে ৯০ জন নিহত ও ১৩৫ জন আহত হয়েছেন। এছাড়াও জানুয়ারি মাসে ১৫ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) এই তথ্য প্রকাশ করেছে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: