ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

লিটনকে নিয়ে আশাবাদী রিজওয়ান

  • পোস্ট হয়েছে : ১১:০১ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • 6

বিজনেস আওয়ার প্রতিবেদক: রিজওয়ান তার মত ছন্দে নেই, রান করতে ভুলে গেছেন লিটন দাসও। কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়কের ব্যাটে রানের চরম খরা। ৫ ম্যাচে একবারের জন্যও জ্বলে ওঠেননি লিটন, নেই কোনো ফিফটি। পঞ্চাশের ঘরতো বহুদুরে। একবার বিশের ঘরেও পা রাখতে পারেননি লিটন। দুবার দু’অংকেই পৌছাতে পারেননি কুমিল্লা ক্যাপ্টেন। সব মিলে রান করেছেন মোটে ৩৭।

অধিনায়ক লিটনের অফফর্ম এবং রান করতে না পারার প্রসঙ্গ নিয়ে কিছু বলতে বলা হলে ঘুরে ফিরে তার নিজের রান করতে না পারার প্রসঙ্গই টেনে আনেন রিজওয়ান। তার ব্যাখ্যা, ‘এটি কুমিল্লার জন্য একটি প্রশ্ন যে, আমরা দু’জন পারফর্ম করছি না। তবে যেটা বললাম, আমরা মেশিন নই। আমরা মানুষ।’

লিটনের রানে ফেরা নিয়ে জোর আশাবাদী রিজওয়ান। তার মূল্যায়ন, ‘লিটন টেকনিক্যালি সাউন্ড প্লেয়ার। বেশ পরিশ্রমও করছে এবং আশা লিটন পরের খেলায় পারফরম করবে।’

‘লিটনকে আমি দেখেছি, অনেক পরিশ্রম করছে। তবু আপনার সেই মোমেন্টামটা পেতে হবে। ক্রিকেটার হিসেবে আমি লিটন দাসকে একজন সাউন্ড প্লেয়ার হিসেবে দেখি। আপনি যদি তার আউটগুলো দেখেন, কিছু কিছু জায়গায় দূর্ভাগা ছিল। তবে আমি যা দেখছি, সে সবসময় পরিশ্রম করছে। আশা করি, সে পরের ম্যাচে পারফর্ম করবে।’

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

লিটনকে নিয়ে আশাবাদী রিজওয়ান

পোস্ট হয়েছে : ১১:০১ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: রিজওয়ান তার মত ছন্দে নেই, রান করতে ভুলে গেছেন লিটন দাসও। কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়কের ব্যাটে রানের চরম খরা। ৫ ম্যাচে একবারের জন্যও জ্বলে ওঠেননি লিটন, নেই কোনো ফিফটি। পঞ্চাশের ঘরতো বহুদুরে। একবার বিশের ঘরেও পা রাখতে পারেননি লিটন। দুবার দু’অংকেই পৌছাতে পারেননি কুমিল্লা ক্যাপ্টেন। সব মিলে রান করেছেন মোটে ৩৭।

অধিনায়ক লিটনের অফফর্ম এবং রান করতে না পারার প্রসঙ্গ নিয়ে কিছু বলতে বলা হলে ঘুরে ফিরে তার নিজের রান করতে না পারার প্রসঙ্গই টেনে আনেন রিজওয়ান। তার ব্যাখ্যা, ‘এটি কুমিল্লার জন্য একটি প্রশ্ন যে, আমরা দু’জন পারফর্ম করছি না। তবে যেটা বললাম, আমরা মেশিন নই। আমরা মানুষ।’

লিটনের রানে ফেরা নিয়ে জোর আশাবাদী রিজওয়ান। তার মূল্যায়ন, ‘লিটন টেকনিক্যালি সাউন্ড প্লেয়ার। বেশ পরিশ্রমও করছে এবং আশা লিটন পরের খেলায় পারফরম করবে।’

‘লিটনকে আমি দেখেছি, অনেক পরিশ্রম করছে। তবু আপনার সেই মোমেন্টামটা পেতে হবে। ক্রিকেটার হিসেবে আমি লিটন দাসকে একজন সাউন্ড প্লেয়ার হিসেবে দেখি। আপনি যদি তার আউটগুলো দেখেন, কিছু কিছু জায়গায় দূর্ভাগা ছিল। তবে আমি যা দেখছি, সে সবসময় পরিশ্রম করছে। আশা করি, সে পরের ম্যাচে পারফর্ম করবে।’

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: