ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

সুমি শবনমের নতুন গান ‘সুজন মাঝি’

  • পোস্ট হয়েছে : ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • 24

বিজনেস আওয়ার প্রতিবেদক: সুমি শবনমের নতুন ‘সুজন মাঝি’ গানটি রেকর্ডিং করা হয়েছিল চার বছর আগে। গানটিতে ভালোবাসা ও বিরহের গল্প রয়েছে। ‘এর কথা ও সুর শ্রোতাদের হৃদয়ে দাগ কাটবে আমার বিশ্বাস,’- গানটি নিয়ে এমনটাই বলেছেন বলেন সুমি।

তিনি আরও বলেন, এর আগে আমার গাওয়া ‘ভাল্লাগে’ গানটির ভিডিও দর্শক-শ্রোতারা কয়েক কোটিবার দেখেছে। এছাড়া ‘আইলসা লাগে’, ‘চান তারা জোসনা’ ও ‘তোয়ার লাই’ গানগুলোও তারা পছন্দ করেছিল। আশা করছি ‘সুজন মাঝি’ গানটিও সব মাইলফলক ছাড়িয়ে যাবে।

জিয়াউদ্দিন আলমের কথা, সুর ও সংগীত পরিচালনায় ‘সুজন মাঝি’র ভিডিও পরিচালনা করেছেন রাব্বি চৌধুরী। এতে মডেল হয়েছেন রাব্বি চৌধুরী, মুকুল জামিল ও রুশা। শুটিং হয়েছে রাজধানীর পূবাইলে।

গানটি প্রকাশিত হয়েছে বাংলাএক্সপ্রেস ফিল্মসের ব্যানারে। প্রযোজনা করেছেন পারভেজ চৌধুরী। প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলসহ ৫০১টি ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি শোনা ও দেখা যাচ্ছে।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সুমি শবনমের নতুন গান ‘সুজন মাঝি’

পোস্ট হয়েছে : ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: সুমি শবনমের নতুন ‘সুজন মাঝি’ গানটি রেকর্ডিং করা হয়েছিল চার বছর আগে। গানটিতে ভালোবাসা ও বিরহের গল্প রয়েছে। ‘এর কথা ও সুর শ্রোতাদের হৃদয়ে দাগ কাটবে আমার বিশ্বাস,’- গানটি নিয়ে এমনটাই বলেছেন বলেন সুমি।

তিনি আরও বলেন, এর আগে আমার গাওয়া ‘ভাল্লাগে’ গানটির ভিডিও দর্শক-শ্রোতারা কয়েক কোটিবার দেখেছে। এছাড়া ‘আইলসা লাগে’, ‘চান তারা জোসনা’ ও ‘তোয়ার লাই’ গানগুলোও তারা পছন্দ করেছিল। আশা করছি ‘সুজন মাঝি’ গানটিও সব মাইলফলক ছাড়িয়ে যাবে।

জিয়াউদ্দিন আলমের কথা, সুর ও সংগীত পরিচালনায় ‘সুজন মাঝি’র ভিডিও পরিচালনা করেছেন রাব্বি চৌধুরী। এতে মডেল হয়েছেন রাব্বি চৌধুরী, মুকুল জামিল ও রুশা। শুটিং হয়েছে রাজধানীর পূবাইলে।

গানটি প্রকাশিত হয়েছে বাংলাএক্সপ্রেস ফিল্মসের ব্যানারে। প্রযোজনা করেছেন পারভেজ চৌধুরী। প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলসহ ৫০১টি ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি শোনা ও দেখা যাচ্ছে।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: